সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

করোনার ওষুধ

আশাজাগানিয়া ঘটনা

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের চিকিৎসায় জরুরিভাবে ব্যবহারের জন্য অ্যান্টিভাইরাল ওষুধ রেমডিসিভিরের অনুমোদন দিয়েছে সে দেশের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো ওষুধকে কভিড-১৯ বা করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহারের অনুমতি দেওয়া হলো। আজ সোমবার থেকে যুক্তরাষ্ট্রের হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ রোগীদের এ ওষুধ দেওয়া হবে। সম্প্রতি এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে অর্থাৎ রোগীর ওপর পরীক্ষায় দেখা গেছে, যারা গুরুতর অসুস্থ ছিলেন তাদের দ্রুত সুস্থ করতে রেমডিসিভি কার্যকর বলে প্রমাণিত হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেন, করোনাভাইরাসের পরীক্ষামূলক চিকিৎসায় রেমডিসিভির পরীক্ষায় প্রাথমিক যে ফল পাওয়া গেছে, তাতে তিনি আশাবাদী। তার দাবি, রেমডিসিভিরের কার্যকারিতা ‘সুস্পষ্টভাবে প্রমাণিত’ হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, এ ওষুধ প্রয়োগ করার ফলে ৩০ শতাংশ রোগী খুব দ্রুত সেরে উঠছেন। রোগীর সুস্থ হওয়ার সময় ১৫ দিন থেকে ১১ দিনে নেমে এসেছে। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এফডিএ জিলিড সায়েন্স কোম্পানির তৈরি রেমডিসিভির ওষুধটিকে কভিড-১৯ আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। জিলিড সায়েন্সের প্রধান নির্বাহী ডেনিয়েল ও’ ডে বলেছেন, তার কোম্পানি রোগীদের সাহায্য করতে ওষুধটির ১৫ লাখ বোতল সরবরাহ করছে। করোনা চিকিৎসায় প্রথম কোনো ওষুধের অনুমোদন পাওয়ায় এএফডিএ জিলিড সায়েন্স কোম্পানি সন্তোষ প্রকাশ করেছে। এ কথা ঠিক, যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত ওষুধটিকে শতভাগ সঠিক বলে মনে করার কোনো কারণ নেই। কারণ এটি এখনো পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে আছে। তারপরও জরুরি ভিত্তিতে ওষুধটির অনুমোদন পাওয়ার গুরুত্ব কম নয়। দুনিয়াজুড়ে মানুষ যখন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মরছে তখন ওষুধটি আশার আলো হয়েই দেখা দিয়েছে। আমরা আশা করব মানবিকতার স্বার্থে ওষুধটির উৎপাদন সব দেশের জন্য অবারিত করা হবে। নিদেনপক্ষে সাশ্রয়ী দামে দুনিয়ার সব দেশের মানুষ যাতে তা সংগ্রহ করতে পারে তা নিশ্চিত করা হবে। পাশাপাশি করোনাভাইরাস চিকিৎসায় আরও বেশি নিশ্চিত হওয়া যায় এখন ওষুধ এবং এর প্রতিষেধক আবিষ্কারের প্রক্রিয়াও অব্যাহত থাকবে। করোনাভাইরাস প্রমাণ করেছে মহামারী রোধে কোনো দেশের এককভাবে নিরাপদ থাকার সুযোগ নেই। এই ভাইরাসের বিরুদ্ধে জয়ী হতে দুনিয়াবাসীকে একসঙ্গে লড়তে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর