শিরোনাম
বুধবার, ৬ মে, ২০২০ ০০:০০ টা

বিনিয়োগের সম্ভাবনা

নিজেদের প্রস্তুত রাখতে হবে

করোনাভাইরাস-পরবর্তী বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের লাভবান হওয়ার সম্ভাবনা ক্রমেই উজ্জ্বল হয়ে উঠছে। অর্থনীতিবিদদের ধারণা, করোনাভাইরাস বা কভিড-১৯ বিস্তারে চীনের ভূমিকা রয়েছে। বিবিসি, নিক্কেই এশিয়ান রিভিউ, ফোর্বস, দ্য ডিপ্লোম্যাট, ব্লুমবার্গসহ নেতৃস্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, কভিড-১৯ মহামারীর কারণে পশ্চিমা বিশ্বে চীনের ভাবমূর্তি এখন প্রশ্নের মুখে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, চীন গবেষণাগারে করোনাভাইরাস বানিয়ে ছড়িয়ে দিয়েছে। ইউরোপের নেতৃস্থানীয় দেশগুলোও অভিযুক্ত করছে চীনকে। স্পেন, তুরস্ক, নেদারল্যান্ডস এরই মধ্যে চীনের দেওয়া করোনাভাইরাস প্রতিরোধী কিট ও বিভিন্ন মেডিকেল যন্ত্রপাতি ফিরিয়ে দিয়েছে। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যও করোনাভাইরাস ইস্যুতে চীনকে সন্দেহের চোখে দেখছে।

ইউরোপ-আমেরিকায় শীর্ষ পণ্য রপ্তানিকারক দেশ চীন। ওইসব দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটে পশ্চিমা বিশ্বে চীন থেকে পণ্য আমদানি কমে যেতে পারে। তাদের অনেকে বিনিয়োগও সরিয়ে নিতে পারেন। কভিড-১৯-এর কারণে নিজেদের পণ্যের সাপ্লাই চেইন ঠিক রাখার কৌশল হিসেবে এবং সিঙ্গেল কান্ট্রি সোর্সিং বন্ধের উপায় হিসেবে জাপান চীন থেকে তাদের বিপুল অঙ্কের বিনিয়োগ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুধু সিদ্ধান্ত নেওয়া নয়, দেশটি জাপানি কোম্পানিগুলোকে চীন থেকে সরিয়ে আনার জন্য ২ বিলিয়ন ডলার বা ১৭ হাজার কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছে। জাপানের লক্ষ্য, চীনের বদলে তাদের কারখানাগুলোকে ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামে নিয়ে যাওয়া। বাংলাদেশ নিজেদের প্রস্তুত করতে পারলে জাপান বাংলাদেশে তাদের শিল্প স্থানান্তরে উৎসাহী হবে। তবে এ ক্ষেত্রে সমস্যা হলো, বাংলাদেশে কারখানা স্থাপনে জমির সংকট প্রকট। এ বিষয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নিলে এবং জাপানের সঙ্গে যোগাযোগ করলে তাতে সুফল মিলবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার বেশ বড়। শ্রমের মূল্যও অপেক্ষাকৃত সস্তা। শুধু জাপান নয়, ইউরোপীয় দেশগুলোও চীনের দিক থেকে মুখ ফেরাতে চায় বৈশ্বিক বাস্তবতার কারণে। বাণিজ্যিক ক্ষেত্রে চীনের কাছে মার খেতে নারাজ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্ব। কভিড-১৯ বিতর্ককে কেন্দ্র করে পশ্চিমা দুনিয়ায় যে প্রচারণা শুরু হয়েছে, তা নিজেদের পক্ষে আনতে এখন থেকেই আমাদের সক্রিয় হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর