শনিবার, ৯ মে, ২০২০ ০০:০০ টা

ওদের এখন দুর্দিন

প্রণোদনার আবদার তামাশার নামান্তর

করোনাভাইরাস দেশের চিকিৎসা ক্ষেত্রে সীমাহীন শূন্যতা সৃষ্টি করেছে। চিকিৎসকদের এক বড় অংশ প্রাণঘাতী ওই ভাইরাসের ভয়ে প্রাইভেট প্র্যাকটিস প্রায় বাদ দিয়েছেন। হাসপাতাল-ক্লিনিকগুলোয় সাধারণ রোগী দেখা হয় হরেক সতর্কতা মেনে। তবে আগের মতো কারণে-অকারণে টেস্টের জন্য রোগীদের পরামর্শপত্র দেওয়া হয় না। ফলে দেশের ডায়াগনস্টিক সেন্টারগুলোয় টেস্টের আকাল চলছে। একই অবস্থা অনেক বেসরকারি ক্লিনিকে। এখন রোগীরা বাধ্য না হলে হাসপাতাল, ক্লিনিক কিংবা চিকিৎসকের চেম্বারে যেতে চান না। এসব জায়গায় করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকায় সাধারণ রোগীর বড় অংশই এখন চিকিৎসাবিমুখ। অন্যদিকে বিশেষজ্ঞ চিকিৎসকরা বাধ্যবাধকতা না থাকায় ক্লিনিকগুলোয় যান না। ফলে বেসরকারি ক্লিনিকেও চলছে হাহাকার অবস্থা। বাংলাদেশ প্রতিদিনের শীর্ষ প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আক্রান্তের পরিসংখ্যান। উপসর্গ নিয়ে হাসপাতালগুলোয় করোনা টেস্ট করাতে ভিড় করছে মানুষ। করোনার ভয়ে অন্য শারীরিক জটিলতায় টেস্ট করাতে আসছে না কেউ। ফলে রোগীশূন্য হয়ে পড়ছে বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলো। বেতন পাচ্ছেন না অনেক প্রতিষ্ঠানের চিকিৎসক-স্বাস্থ্যকর্মী। রোগী কমে যাওয়ায় প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিক সমস্যায় পড়েছে। উপার্জন না থাকায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের মালিককে নিজেদের পকেট থেকে কর্মীদের বেতন দিতে হচ্ছে। এ প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে সরকারের প্রণোদনা প্রয়োজন। সারা দেশে বর্তমানে ১৪ হাজার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্সসহ লক্ষাধিক মানুষ কর্মরত আছেন। এ পরিস্থিতিতে রোগীশূন্য থাকায় অনেক ডায়াগনস্টিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বেতন পাচ্ছেন না সেসব প্রতিষ্ঠানের কর্মীরা। যেসব ডায়াগনস্টিক সেন্টারে দৈনিক ১ হাজার টেস্ট করা হতো সেখানে এখন লোকজনের দেখা নেই বললেই চলে। ক্লিনিক ও ডায়াগনস্টিক ব্যবসা এত দিন রমারমা চললেও করোনাকালীন দুর্যোগে মালিকরা এমন ভাব দেখাচ্ছেন মনে হয় তারা অর্ধাহার-অনাহারে দিন কাটাচ্ছেন। তারা কর্মচারীদের বেতন বন্ধ রেখে সরকারের কাছে প্রণোদনা দাবি করছেন। সাইলকের মতো মানুষের পকেট কাটাকে যারা কর্তব্য বলে ভেবেছেন তাদের

হা-ভাতের অবস্থা জাহির করা প্রহসনের নামান্তর।

প্রণোদনা চাওয়ার বিষয়টি তো স্রেফ তামাশা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর