মঙ্গলবার, ১২ মে, ২০২০ ০০:০০ টা

সচল হোক সচিবালয়

সামুদ্রিক ও স্থলবন্দরে গতি আসুক

দেশের প্রশাসন কাঠামো পরিচালিত হয় যে সচিবালয় থেকে তা বন্ধ রয়েছে দেড় মাস ধরে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ ছুটির সুবাদে বন্ধ রয়েছে সচিবালয়। যার প্রতিক্রিয়ায় ব্যাহত হচ্ছে রাজস্ব কার্যক্রম। করোনাভাইরাস প্রতিরোধে দেশজুড়ে লকডাউন পালন করা এবং ৩ কোটির বেশি মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য সরকারের যখন বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন তখন সচিবালয় বন্ধ থাকায় অর্থ সংগ্রহ অনিশ্চিত হয়ে পড়ছে। যেসব খাত থেকে সরকারের রাজস্ব আসে সে খাতগুলোর কার্যক্রম বলতে গেলে বন্ধ রয়েছে। সামুদ্রিক ও স্থলবন্দরগুলো এখনো সচল করা সম্ভব হয়নি পুরোপুরি। ভূমি রাজস্ব আদায়ও বন্ধ। কিছু দফতর খুললেও সেগুলোয় তেমন কাজকর্ম হচ্ছে না। উন্নয়ন কর্মকা-কে কেন্দ্র করে ঠিকাদারদের কাছ থেকে সরকারের বিপুল রাজস্ব অর্জিত হয়। সে খাতও এখন বন্ধ। এ অবস্থায় প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয় পূর্ণাঙ্গভাবে কবে খুলবে, কবেই বা গুরুত্বপূর্ণ দফতরগুলো নিজেদের কাজে সক্রিয় হবে- এ নিয়েই এখন আলোচনা বিভিন্ন মহলে। সরকারের সাবেক আমলা, সংশ্লিষ্টজন ও বিশেষজ্ঞরা বলেছেন, সরকার যেহেতু ঝুঁকি নিয়ে সীমিত আকারে বিভিন্ন অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে, ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানা খুলে দিয়েছে, সেহেতু স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়সহ রাজস্বের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট দফতরগুলোও খুলে দেওয়া উচিত। একই সঙ্গে প্রায় দুই মাসের ক্ষতি কাটিয়ে উঠতে এসব দফতরে ‘নিয়ন্ত্রণ কক্ষ’ স্থাপন করে শিফটিংয়ের মাধ্যমে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা কার্যক্রম চালানো এখন সময়ের দাবি। করোনাভাইরাস-জনিত সংকট মোকাবিলায় সরকারকে আগামী দু-তিন বছর কঠিন সময় পার করতে হবে। এজন্য প্রশাসনকে পূর্ণাঙ্গভাবে সক্রিয় করা জরুরি। এ উদ্দেশ্যে সচিবালয় চালুর বিষয়টি প্রাসঙ্গিক। দেশের রাজস্ব আয়ের অন্যতম উৎস আমদানি খাত। দেশের সমুদ্র ও স্থলবন্দরগুলো থেকে সরকার বিপুল পরিমাণ অর্থ আয় করে। রাজস্বের এ উৎসগুলো পূর্ণাঙ্গভাবে খোলার উদ্যোগ নিতে হবে। রাজস্ব আয়ের স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে পাঁচ তারকা হোটেল, ঢাকা ক্লাব, গুলশান ক্লাবের মতো রাজস্ব দানকারী প্রতিষ্ঠানগুলোও খুলে দেওয়া জরুরি। সারা দেশের সরকারি কার্যক্রমে নজরদারি বাড়ানোর স্বার্থে সচিবালয় খোলার বিকল্প নেই। তবে এ কাজটি করতে হবে স্বাস্থ্যবিধি মেনে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর