বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০ ০০:০০ টা

আল্লাহর সান্নিধ্য পাওয়ার মাধ্যম ইতিকাফ

মো. আবু তালহা তারীফ

ইতিকাফ প্রভুর সান্নিধ্য পাওয়ার বিশেষ আমল। ইতিকাফের মাধ্যমে মানুষ দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আক্ষরিক অর্থে আল্লাহর সান্নিধ্যে চলে যায়। ইতিকাফ আরবি শব্দ। অর্থ হলো অবস্থান করা, নিজকে আবদ্ধ করা, ইবাদতের উদ্দেশ্যে ইতিকাফের নিয়তে নিজকে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় পর্যন্ত আবদ্ধ রাখা হলো ইতিকাফ। রমজানের শেষ দশকে অর্থাৎ নাজাতের শেষ দশ দিন ইতিকাফ করতে হয়। ইতিকাফ করার মূল উদ্দেশ্য হলো নিজকে পরিবর্তনে নিয়ে আসা। আল্লাহর কাছে নিজকে বিলিয়ে দেওয়া। অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করা। নিজকে গুনাহ থেকে মুক্ত করা। ইতিকাফ করা সুন্নাত মুয়াক্কাদায়ে কেফায়া। যিনি ইতেকাফ করেন তাকে মুতাফিক বলা হয়। ইতিকাফ করতে হলে দুনিয়ার ঝামেলা থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে। একাগ্রচিত্তে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে প্রার্থনা করতে হবে। বিনয় নম্রতায় আল্লাহর দরবারে নিজকে সমর্পণ করতে হবে। ইতেকাফারীকে অবশ্যই ইতিকাফ করার পূর্বে ইতিকাফের নিষিদ্ধ বিষয়সমূহ জেনে নেওয়াটা ভালো। ইতিকাফ অবস্থায় অতিরিক্ত হারে প্রভুর ইবাদত বন্দেগিতে সময় কাটানো। পার্থিব ব্যাপারে কথাবার্তা, গল্পগুজব, ব্যবসায়িক চিন্তায় মনকে অতিবাহিত না করে আল্লাহর আনুগত্য করা। ইতেকাফ থেকে নিষিদ্ধ বিষয়সমূহ থেকে বেঁচে থাকতে জোর চেষ্টা করতে হবে। সৃষ্টিকর্তার অনুগ্রহ পাওয়ার চেষ্টা করা। যে কাজে সাওয়াব অর্জন হবে মসজিদে বসে সেই কাজ অতিরিক্ত করা। লাইলাতুল কদর তালাশ করা প্রত্যেক ইতেকাফকারীর উচিত। ইতিকাফ করার আগে একটি রুটিন তৈরি করা। ইতিকাফে বসে কী পরিমাণ জিকির করবে, নফল নামাজ কত রাকাত আদায় করবে, প্রতিদিন কত পৃষ্ঠা কোরআন তেলওয়াত করবে, তাহাজ্জুদ নামাজ পড়বে। ইতেকাফ অবস্থায় ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতে গুরুত্ব দিতে হবে। কোরআন শরিফ তেলাওয়াত করা। অর্থ বুজে কোরআন পড়া। কোরআন পড়তে না পারলে শিক্ষার চেষ্টা করা। যে সুরাটি বেশি মুখস্থ আছে তা বেশি করে তেলাওয়াত করা। আগে অনেক ফরজ নামাজ কাজা হয়েছে। কাজা নামাজ আদায় করা। প্রভুর জিকির করা। তাসবিহ তাহলিল করা। তাওবা-ইস্তেগফার করা, প্রিয় নবী (সা.)-এর ওপর দরুদ পড়া। নিজ, পরিবার, সমাজ ও দেশের মুক্তি এবং মুসলিম উম্মাহর জন্য দোয়া করা।

লেখক : খতিব, রোহিতপুর বোডিং মার্কেট জামে মসজিদ, ঢাকা।

সর্বশেষ খবর