বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ ০০:০০ টা

করোনার টিকা ও ওষুধ

ব্যাধির বিরুদ্ধে মানুষের জয় নিশ্চিত হোক

করোনাভাইরাসের বিরুদ্ধে বিজ্ঞানীদের লড়াই অব্যাহত রয়েছে। চলছে ভ্যাকসিন ও করোনা নিরাময়ের ওষুধ উদ্ভাবনের চেষ্টা। যুক্তরাষ্ট্রের বায়োটেক কোম্পানি মডার্না বলেছে, তাদের উদ্ভাবিত ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রারম্ভিক ফল ইতিবাচক এবং জানুয়ারির মধ্যে তা সর্বসাধারণের ব্যবহারের জন্য বাজারে আসবে। অন্যদিকে চীন বলেছে, করোনা নিরাময়ের এমন ওষুধ তারা তৈরি করেছে যা খুবই কার্যকর বলে বিবেচিত হবে। এ ওষুধের করোনা শুধু নিরাময় নয়, শরীরে ভাইরাস প্রতিরোধের উপাদান বৃদ্ধি করবে। করোনাভাইরাসের ভ্যাকসিন বা টিকা তৈরিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সঙ্গে যৌথভাবে কাজ করছে মডার্না। প্রতিষ্ঠানটি বলেছে, আগামী পরীক্ষাগুলোতেও ঠিকঠাক ফল এলে জানুয়ারি নাগাদ তাদের টিকা সর্বসাধারণের জন্য উন্মোচন করা হবে। এটা প্রকৃত অর্থেই এক দারুণ খবর এবং আমরা বেশ কিছুদিন ধরে এমন খবরের অপেক্ষায় ছিলাম। মডার্নার এ টিকা পরীক্ষামূলকভাবে গত মার্চে মানুষের শরীরে প্রথম প্রবেশ করানো হয়। প্রথম পর্যায়ের এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের শরীরে টিকার দুটি ডোজ দেওয়া হয়েছে। তাদের মধ্যে আটজনের দেহে তৈরি হওয়া অ্যান্টিবডি পরীক্ষা করে যে ফল পাওয়া গেছে তার ভিত্তিতে এ ঘোষণা দিয়েছে মডার্না। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব স্বেচ্ছাসেবীর ওপর টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে তাদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে সেগুলো ল্যাবে পরীক্ষা করে দেখা গেছে তা ভাইরাসের বংশবিস্তার ঠেকিয়ে দিতে সক্ষম; যা কোনো কার্যকর টিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মডার্নার এ ভ্যাকসিনকে ভবিষ্যতের করোনাবিরোধী লড়াইয়ের বড় অস্ত্র হিসেবে দেখা হচ্ছে। বিচার-বিশ্লেষণে এটি মানবদেহের ব্যবহার-উপযোগী মনে হলে তা করোনার বিরুদ্ধে মানুষের জয় নিশ্চিত করবে। চীনও একই সময়ে প্রাণঘাতী ওই ভাইরাসে আক্রান্তদের নিরাময়ে ধন্বন্তরি ওষুধ উদ্ভাবনের দাবি করেছে। বিশ্বজুড়ে তা স্বস্তির খবর হিসেবে বিবেচিত হচ্ছে। ক্ষুদ্রাতিক্ষুদ্র একটি ভাইরাস লাখ লাখ মানুষের জীবনহানি শুধু নয়, কয়েক শ কোটি মানুষের জীবন-জীবিকাকে বিপর্যস্ত করে তুলেছে। ঘাতক ব্যাধি প্রতিরোধে ভ্যাকসিন ও ওষুধ উদ্ভাবিত হলে তা হবে রোগব্যাধির বিরুদ্ধে মানুষের আরেকটি বড় জয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর