শনিবার, ৩০ মে, ২০২০ ০০:০০ টা

বাড়ছে ধনীর সংখ্যা

মানবিক আচরণও প্রত্যাশিত

বিশ্বে ধনী বৃদ্ধির হারে বাংলাদেশ এখন শীর্ষে। দেশে পুঁজির দ্রুত বিকাশের চিত্র উঠে এসেছে ধনী বৃদ্ধির চিত্রে। ধনী বৃদ্ধির এ চিত্রের স্বস্তিকর দিক হলো বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের ব্যাপক বিকাশ ঘটছে। এ বিকাশের কারণেই বাড়ছে ধনীর সংখ্যা। এদিক থেকে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম। সমাজতন্ত্রী এ দেশটি বাংলাদেশের মতোই উচ্চ প্রবৃদ্ধির কৃতিত্বধারী। বহুজাতিক আর্থিক পরামর্শদানকারী প্রতিষ্ঠান ওয়েলথ এক্স বিশ্বের ধনী জনগোষ্ঠীর সম্পদ পর্যালোচনা এবং সামনের ১০ বছরে সম্পদ বণ্টন কেমন হবে তার ওপর এক গবেষণায় বলা হয়, গত এক দশকে ধনীর সংখ্যা বেড়েছে এমন দেশগুলোর মধ্যে ছোট-বড় অর্থনীতির মিশ্রণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দেশ রয়েছে এশিয়ায়। প্রথম ১০টি দেশের মধ্যে ৬টিই এশিয়ার। এই তালিকার শীর্ষে বাংলাদেশ ও ভিয়েতনাম। উভয় দেশেই তরুণ কর্মক্ষম জনগোষ্ঠী ও আঞ্চলিক উৎপাদন বৃদ্ধির কারণে ধনী লোকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানটির গবেষণায় বাংলাদেশের পরেই রয়েছে ভিয়েতনাম। ভিয়েতনামে ৫০ লাখ ডলারের বেশি সম্পদের অধিকারী ধনীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১০ বছর ধরে গড়ে ১৩ দশমিক ৯ শতাংশ। চীনে ধনীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে সাড়ে ১৩ শতাংশ, কেনিয়ায় ১৩ দশমিক ১ শতাংশ, ফিলিপাইনে ১১ দশমিক ৯ শতাংশ, থাইল্যান্ডে ১০ দশমিক ৬ শতাংশ, নিউজিল্যান্ডে ৮ দশমিক ৭ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৮ দশমিক ২ শতাংশ, পাকিস্তানে সাড়ে ৭ শতাংশ এবং আয়ারল্যান্ডে ৭ দশমিক ১ শতাংশ। ওয়েলথ এক্সের গবেষণায় বলা হয়েছে, গত এক দশক ছিল ধনীদের। ২০১০ সাল থেকে বিশ্বে ধনী ব্যক্তি ও তাদের সম্পদের পরিমাণ দুটোই বেড়েছে হুহু করে। যা মোট সম্পদের ৫০ শতাংশেরও বেশি। ধনবাদবিরোধী ধ্যান-ধারণার কল্পনাবিলাসীরা বাংলাদেশে ধনীর সংখ্যা বৃদ্ধিতে সব গেল সব গেল ভাবতেই পারেন। আমরা তাতে কণ্ঠ না মিলিয়ে বাংলাদেশে ধনবাদের বিকাশকে সুস্বাগত জানাতে চাই। তবে একই সঙ্গে চাই ধনীরা আরও মানবিক হবেন।  দেশ ও দেশের মানুষকে আপন ভাববেন। তাদের দুঃখ-দুর্দশা দূরীকরণে মানবিক ভূমিকা রাখবেন। চলতি করোনা সংকটে সে ঘাটতি লক্ষ্য করা গেছে। যা লজ্জা ও দুঃখের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর