সোমবার, ১ জুন, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে

কান্ডজ্ঞানহীনতা আর কাম্য নয়

দীর্ঘ ৬৬ দিন লকডাউনে থাকার পর গতকাল থেকে খুলে দেওয়া হয়েছে অফিস আদালত কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠান। করোনার কাছে জিম্মি হয়ে পড়া ৬৬ দিনে দেশের ক্ষতি হয়েছে অন্তত চার লাখ কোটি টাকা। অন্তত চার কোটি মানুষের জীবন-জীবিকায় নেমে এসেছে বিপর্যয়ের কশাঘাত। করোনাভাইরাস ঠেকানোর নামে সব কিছু বন্ধ রাখার সিদ্ধান্তে কতটুকু সুফল অর্জিত হয়েছে তা একটি প্রশ্নবিদ্ধ বিষয়। কারণ দেশের অসচেতন জনগোষ্ঠী তো বটেই এমনকি তথাকথিত সচেতনরাও দীর্ঘ  ছুটিতে ঘরে থাকার বদলে যেভাবে এটিকে উপভোগ করার চেষ্টা করেছেন তা ছিল হটকারিতার শামিল। আমরা বারবার বলেছি, করোনা আতঙ্ক ভুগে দেশের অর্থনীতি অচল রাখা কল্যাণ বয়ে আনবে না। শেষ পর্যন্ত অচলাবস্থা নিরসনে সব কিছু খুলে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। একই সঙ্গে অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে এসে অফিস আদালতে গণপরিবহনে সর্বত্র সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন সে ব্যাপারে সনির্বন্ধ আবেদন জানাই। মানুষের এক বড় অংশের কান্ড জ্ঞানহীনতায় দেশে করোনা আক্রান্তের গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। এর মধ্যেই আজ থেকে চালু হয়েছে গণপরিবহন। রবিবার থেকে খুলেছে অফিস, ব্যবসা প্রতিষ্ঠান। এত দিন করোনাভাইরাসের থাবা থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। এখন কর্মক্ষেত্র, রাস্তাঘাটে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা। ঝুঁকিপূর্ণ হলেও অর্থনীতিকে বাঁচাতে সরকার সব কিছু চালু করার প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করলে নিজেদের নিরাপদ রাখা সম্ভব হবে। অফিসগুলোয় হাত ধোয়ার ব্যবস্থা ও জীবাণুনাশক স্প্রে ছিটাতে হবে, কর্মীদের অবশ্যই মাস্ক পরে কাজ করতে হবে। জনগণ যদি সচেতন হয় তাহলেই একমাত্র করোনা ঠেকানো সম্ভব। লকডাউন উঠিয়ে দেওয়ার পরও জনসমাগম এড়িয়ে চলতে হবে। অফিসে শারীরিক দূরত্ব বজায় রাখাও খুব জরুরি। লকডাউন পরিস্থিতির ভিতরে জনগণের সচেতনতা বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। এখন লকডাউন উঠে যাওয়ায় কেউ যাতে যা ইচ্ছে তাই করার সুযোগ না পায় সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। নিজেদের স্বার্থেই স্বাস্থ্যবিধি অগ্রাহ্য করার কা-জ্ঞানহীনতা থেকে বেরিয়ে আসতে হবে।

সর্বশেষ খবর