সোমবার, ১ জুন, ২০২০ ০০:০০ টা

গণপরিবহন চালুর সিদ্ধান্ত

বাস ভাড়া ৬০ ভাগ বৃদ্ধি উদ্বেগজনক

করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে যাত্রীবাহী বাসের ভাড়া ৬০ ভাগ বাড়ানো হয়েছে। ট্রেন লঞ্চ বিমান ভাড়া আগের মতো বহাল থাকলেও সাধারণ মানুষের পরিবহন বাস ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে। বাসে স্বাস্থ্য সুরক্ষার পরিবেশ নিশ্চিত করতে গড়ে অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানোর জন্য ভাড়া ৬০ ভাগ বৃদ্ধি করা হলেও যথেচ্ছতা যাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে, তারা কতটা স্বাস্থ্যবিধি মেনে চলবে তা নিয়ে সংশয় কম নয়। বিআরটিএ’র পক্ষ থেকে বলা হয়েছে বাস ভাড়া কার্যত বাড়ানো হয়নি। প্রতিটি যাত্রীকে দুটি টিকিট কিনতে হবে এর একটি সিট খালি থাকবে। টিকিটের দামে ৪০ শতাংশ ছাড় দেওয়া হবে। বাস ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষের জন্য যে বাড়তি বোঝা হয়ে দাঁড়াবে সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। তবে করোনাকালীন স্বাস্থ্যঝুঁকির প্রশ্ন থাকায় এ ভোগান্তি মেনে নেওয়া ছাড়া উপায়ও নেই। তবে বাসে যাত্রী বহনের সময় মালিকপক্ষের দেওয়া প্রতিশ্রুতি যাতে ঠিকমতো রক্ষিত হয় সে দিকে নজর রাখতে হবে। কোথাও নির্ধারিত যাত্রীর চেয়ে বেশি যাত্রী বহন করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিলের ব্যবস্থা থাকা দরকার। সরকার গণপরিবহন চলাচল বন্ধ করেছিল করোনার আগ্রাসন ঠেকাতে। কিন্তু কিছু অবিবেচক মানুষের কারণে এক জেলা থেকে অপর জেলায় যাওয়া যেমন বন্ধ হয়নি, তেমন বন্ধ থাকেনি স্বাস্থ্যবিধি ভঙ্গের মহোৎসব। ফলে ৬৬ দিনের লকডাউনের পর করোনা পরিস্থিতির উন্নতির বদলে অবনতি ঘটছে। সরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেলেও বাস্তবে এ সংখ্যা যে বেশি তা সহজেই অনুমেয়। তারপরও জীবন-জীবিকার স্বার্থে লকডাউনের অবসান অপরিহার্য হয়ে উঠেছে এবং গণপরিবহন আবারও চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাড়া বৃদ্ধি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ালেও গণপরিবহনে নিরাপদ দূরত্ব বজায় রাখার পদ্ধতি সঠিকভাবে চালু থাকলে যাত্রীরা অন্তত পক্ষে স্বস্তিতে থাকবেন। কিন্তু তার বদলে বাস মালিক ও শ্রমিকদের অশুভ চক্র ঠাসাঠাসি করে যাত্রী বহন করে বাড়তি ভাড়া আদায় করলে তা হবে হটকারিতার শামিল। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়টি সঠিকভাবে তত্ত্বাবধান করলে সেটি জনস্বাস্থ্যের জন্য স্বস্তি হয়ে দেখা দেবে।

সর্বশেষ খবর