মঙ্গলবার, ২ জুন, ২০২০ ০০:০০ টা

বাস ভাড়া বিমান ভাড়ার কাছাকাছি

পরিবহন মালিকদের কৃতিত্বই বটে

বাস মালিক এবং তাদের প্রতি দরদিকর্তা ব্যক্তিদের ঔদার্যে বাস ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে এবং তা গতকাল থেকেই কার্যকর করা হয়েছে। বাস মালিকদের সুহৃদের ভূমিকায় অবতীর্ণ বিআরটিএ ভাড়া বৃদ্ধির প্রস্তাব রেখেছিল ৮০ শতাংশ। পরে সরকারের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপে তা ৬০ শতাংশে নামিয়ে আনা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর যুক্তি বাস ভাড়া আদৌ বাড়ানো হয়নি। করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদে থাকতে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলবে। বাস ভাড়া বৃদ্ধির পেছনে একপ্রস্থ যুক্তি হাজির করা হলেও তা সরিষার তেল ও গাওয়া ঘি একই দামে বিক্রি হওয়ার কিম্ভূতকিমাকার বাস্তবতা সৃষ্টি করেছে। ৬০ শতাংশ বৃদ্ধির ফলে ঢাকা থেকে চট্টগ্রামের বাস ভাড়া প্রায় বিমান ভাড়ার কাছাকাছি চলে গেছে। ঢাকা-চট্টগ্রাম এসি বাসের ভাড়া ছিল সর্বোচ্চ ১২৫০ টাকা। নতুন সিদ্ধান্তের ফলে সেটি বেড়ে দাঁড়াবে ২০০০ টাকা। অথচ ১ জুন থেকে সর্বনিম্ন ২৫০০ টাকায় ঢাকা থেকে বিমানে উঠে চট্টগ্রামে যেতে পারছেন যাত্রীরা। বাস ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের বিস্তার রোধে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে নির্দিষ্টসংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে সরকার আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচলকারী বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনর্নির্ধারণ করেছে। এক্ষেত্রে আন্তজেলা ও দূরপাল্লার বাস বা মিনিবাস চলাচলের ক্ষেত্রে বিদ্যমান ভাড়ার সঙ্গে ৬০ শতাংশ অতিরিক্ত যুক্ত হবে। প্রজ্ঞাপনে যেসব শর্ত দেওয়া হয়েছে তা হচ্ছে, একজন যাত্রীকে বাস/মিনিবাসের পাশাপাশি দুটি আসনের একটি আসনে বসিয়ে অপর আসনটি অবশ্যই ফাঁকা রাখতে হবে। স্বাস্থ্যবিধি অনুসারে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কোনোভাবেই সংশ্লিষ্ট মোটরযানের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে উল্লিখিত মোট আসন সংখ্যার অর্ধেকের বেশি যাত্রী বহন করা যাবে না এবং দাঁড়িয়ে কোনো যাত্রী বহন করা যাবে না। তবে কাজীর গরু খাতায় থাকলেও গোয়ালে তার দেখা যেমন মেলে না, তেমন অর্ধেক যাত্রী নিয়ে ৬০ শতাংশ বেশি ভাড়ায় যাতায়াতের ক্ষেত্রে যাত্রীরা কোন বাস্তবতার মুখে পড়েন তা দেখার বিষয়।

সর্বশেষ খবর