শুক্রবার, ৫ জুন, ২০২০ ০০:০০ টা
পরিবেশ

বিশ্ব পরিবেশ দিবস

আফতাব চৌধুরী

বিশ্ব পরিবেশ দিবস

১৯৭২ সালে জাতিসংঘের সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে সমস্ত পৃথিবীজুড়ে পালন করা হয়। মূলত, পৃথিবীর বিভিন্ন দেশের এবং জনসাধারণের পরিবেশ সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির ‘উদ্দেশ্যেই জাতিসংঘের এই উদ্যোগ। পরিবেশ প্রকৃতির দান, মনুষ্যসৃষ্ট নয়। সুতরাং প্রকৃতির দান এই অমূল্য সম্পদ যাতে হেলায় নষ্ট না হয় তার প্রতি দৃষ্টি রাখা আমাদের সবারই কর্তব্য। পরিবেশ নষ্ট হলে প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হতে পারে এবং এর ফলে মানবসভ্যতার অস্তিত্ব সংকট দেখা দিতে পারে-এ কথাটি আমাদের সরকারেরই মনে-প্রাণে অনুভব করা উচিত। নাগরিক সভ্যতা মূলত প্রাকৃতিক পরিবেশকে বিনষ্ট করেই গড়ে উঠেছে। বিজ্ঞানের চরম উন্নতি এক সময় মানুষকে ভাবতে শিখিয়েছিল যে, প্রকৃতিকেও জয় করা সম্ভব। কিন্তু পরবর্তীকালে এই ধারণা ভ্রান্ত প্রমাণিত হয়েছে। আজ সমস্ত পৃথিবীজুড়ে বহুভাবে প্রকৃতির ক্ষতিসাধন করা হচ্ছে। পানি বিদ্যুৎ উৎপাদনের জন্য বৃহৎ নদী বাঁধ তৈরি করা হয়েছে, ফলে ব্যাহত হচ্ছে নদীর স্বাভাবিক ধারা। এসব বাঁধের জলাধারের পানি অপরিকল্পিতভাবে ছাড়ার ফলে সৃষ্টি হচ্ছে কৃত্রিম বন্যার। আবার কোথাও কোথাও বাঁধ দিয়ে পানির গতিপথকে বাধা দেওয়া হচ্ছে। ভূমিকম্প ইত্যাদি কারণে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা তো থাকছেই। কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির জন্য যথেষ্ট রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার হচ্ছে। ফলে মাটি যেমন বন্ধ্যত্বের দিকে এগোচ্ছে ঠিক তেমনি পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে সংলগ্ন জলাশয়ের পানি বিষাক্ত হয়ে উঠেছে এবং তার প্রভাব সরাসরি পড়ছে জলজ প্রাণী এবং উদ্ভিদের উপরে। বিগত এক শতাব্দীজুড়ে সমস্ত পৃথিবীতে নির্বিচারে বৃক্ষ নিধন হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। গাছ দিনের বেলা বায়ুমন্ডলের কার্বন-ডাই-অক্সাইড  গ্যাসকে শোষণ করে অক্সিজেনকে বায়ুমন্ডলে ফিরিয়ে দেয়। তা ছাড়া, গাছের শিকড় মাটিকে আঁকড়ে থাকার জন্য ভূমিক্ষয় কম হয়। এ কথা অনস্বীকার্য যে, নদীর গতিপথ পরিবর্তনে ভূমিক্ষয় এক সহায়ক কারক। উপকূলবর্তী অঞ্চল, দ্বীপ এবং অন্যান্য ঝড়-প্রবণ অঞ্চলগুলোর গাছের জঙ্গল নিরাপত্তা বর্মের কাজ করে। জঙ্গলের স্বাভাবিক বাধা না থাকলে ঘূর্ণিঝড় যে কী মারাত্মক রূপ ধারণ করতে পারে, তা আমরা প্রত্যক্ষ করেছি সুন্দরবন এবং মিয়ানমার উপকূলবর্তী           এলাকার ক্ষেত্রে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর