শুক্রবার, ৫ জুন, ২০২০ ০০:০০ টা

ভেন্টিলেটরের অভাব

করোনা চিকিৎসায় সংকট বাড়াচ্ছে

করোনা রোগীদের চিকিৎসায় ভেন্টিলেটরের অভাব প্রাণহানির সংখ্যা বাড়িয়ে তুলছে। এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ এই ভাইরাসে আক্রান্তদের শতকরা ৮৫ ভাগই ঘরে চিকিৎসা নিয়ে আরোগ্য লাভ করেন। কিন্তু যাদের ফুসফুসের সক্ষমতা কম কিংবা ডায়াবেটিস, কিডনি, হৃদরোগসহ নানা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তাদের হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়। করোনাভাইরাস ফুসফুসে আক্রমণ করার পর শারীরিকভাবে দুর্বল রোগী ঠিকমতো শ্বাস নিতে পারে না। দেহে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার পাশাপাশি কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থার শিকার হন তারা। যার প্রভাবে মস্তিষ্ক ও হৃৎপিন্ডের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গও অচল হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে রোগীকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রেখে ভেন্টিলেশন প্রয়োগের প্রয়োজন পড়ে। অথচ সারা দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগীর জন্য ভেন্টিলেটরযুক্ত আইসিইউ রয়েছে মাত্র ৩৯৯টি। এর মধ্যে রাজধানীতে রয়েছে ২১৮টি। ঢাকা বিভাগের অন্য জেলা হাসপাতালগুলোতে আইসিইউ শয্যা রয়েছে ৪৭টি। চট্টগ্রাম বিভাগে ৩৪টি, ময়মনসিংহ বিভাগে সাতটি, বরিশাল বিভাগে ১৮টি, সিলেট বিভাগে ১৬টি, রাজশাহী বিভাগে ২৮টি, খুলনা বিভাগে ১৮টি, রংপুর বিভাগে ১৩টি আইসিইউ শয্যা রয়েছে। দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। করোনা চিকিৎসায় নির্ধারিত হাসপাতালগুলোতে ভেন্টিলেটর সুবিধা না থাকায় অসহায়ভাবে প্রাণ হারাচ্ছেন অনেক রোগী। সাম্প্রতিক সময়ে ভেন্টিলেটরযুক্ত আইসিইউর সুবিধার অভাবে মারা গেছেন অন্তত এক ডজন রোগী যাদের অর্থনৈতিক সামর্থ্য ঈর্ষণীয়। কিন্তু তাৎক্ষণিকভাবে ভেন্টিলেটর যুক্ত আইসিইউয়ের ব্যবস্থা করতে ব্যর্থ হওয়ায় দুঃখজনক পরিণতিই মেনে নিতে হয়েছে স্বজনদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে, করোনা বা কভিড-১৯ চিকিৎসায় সবচেয়ে বেশি প্রয়োজন ভেন্টিলেটরের ব্যবস্থা। উন্নত দেশগুলোতেও এ ক্ষেত্রের সীমাবদ্ধতার জন্য এখন খেসারত দিতে হচ্ছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এখনো মান্ধাতা আমলের গন্ধ গায়ে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে চলছে। হঠাৎ করে করোনার থাবা স্বাস্থ্য ব্যবস্থার জন্য কঠিন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। অর্থ দিয়েও বিদেশ থেকে ভেন্টিলেটর আমদানি করা যাচ্ছে না। দেশে উৎপাদনের উদ্যোগ নেওয়া হলেও সে প্রক্রিয়ায় কেন গতি আসেনি সে রহস্য উন্মোচিত হওয়া উচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর