রবিবার, ৭ জুন, ২০২০ ০০:০০ টা

অক্সিজেন সিলিন্ডার সংকট

করোনা আক্রান্তরা বিপাকে পড়ছেন

কভিড-১৯ বা করোনাভাইরাসের চিকিৎসায় গুরুতর অসুস্থ রোগীদের জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। কিন্তু সে ক্ষেত্রে সংকট থাকায় শুরু হয়েছে হাহাকার। তীব্র শ্বাসকষ্টের সময় হাইফ্লো অক্সিজেন দরকার হলেও বেশির ভাগ সময় সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে তা মিলছে না। হাসপাতালে রোগী রেখে স্বজনদের দৌড়াতে হচ্ছে অক্সিজেন সিলিন্ডারের জন্য। ইতিমধ্যে ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে ব্যক্তিপর্যায়ে সিলিন্ডার কেনার হিড়িক পড়েছে। বাড়তি সতর্কতা হিসেবে কভিড-১৯ না হলেও অনেকে অক্সিজেন সিলিন্ডার কিনে বাড়িতে মজুদ করছেন। ফলে দোকান ও অনলাইনে নেওয়া হচ্ছে উচ্চমূল্য। বাংলাদেশের অন্যতম প্রধান অক্সিজেন প্রস্তুতকারী আন্তর্জাতিক কোম্পানি লিন্ডের দেওয়া তথ্য অনুযায়ী অক্সিজেনের চাহিদা বর্তমানে এতটাই বেড়েছে যে, তারা দিয়ে কুলিয়ে উঠতে পারছেন না। একসঙ্গে একাধিক রোগীর প্রয়োজন হওয়ায় কভিড-১৯ হাসপাতালগুলোতে রীতিমতো কাড়াকাড়ি করে অক্সিজেন ব্যবহার করতে হচ্ছে রোগীদের। ঈদের আগে এক চিকিৎসক নিজে এবং তার মা-বাবা করোনায় আক্রান্ত হয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন। প্রথমদিকে চাহিদামতো অক্সিজেন পেলেও ঈদের পরে রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় অক্সিজেন সিলিন্ডারের ঘাটতি দেখা দেয়। অক্সিজেনের সংকট থাকায় করোনা রোগীরা হাসপাতালে ভর্তি হতে ভয় পাচ্ছেন। কারণ আতঙ্কজনিত কারণে হাসপাতালগুলোতে করোনা রোগীদের ধারেকাছে যেতে ভয় পান চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। সংকটজনক অবস্থায় অক্সিজেনের প্রয়োজন অনেক সময় অপরিহার্য হয়ে দাঁড়ায়। অথচ সে ক্ষেত্রে সংকট থাকায় করোনা রোগীরা বাধ্য না হলে হাসপাতালে ভর্তি হতে চান না। এদিকে করোনায় আক্রান্ত না হয়েও ভবিষ্যতে আক্রান্ত হতে পারেন এমন আশঙ্কায় ধনাঢ্যদের অনেকে অক্সিজেন সিলিন্ডার কিনে রাখায় আক্রান্তরা মানবিক সংকটে পড়েছেন। অথচ অক্সিজেন ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শের প্রয়োজন হয়। এটি মাস্কের মাধ্যমে অথবা ভেন্টিলেশন ব্যবস্থার মাধ্যমে দেওয়া যায়। শ্বাসকষ্ট হলেই অক্সিজেন দিতে হবে এমনটি ঠিক নয়। অক্সিজেন সংকট নিরসনে কেউ যাতে ব্যক্তিগত পর্যায়ে অক্সিজেন সিলিন্ডার কিনে বাসায় মজুদ না করে সে ব্যাপারে নজর রাখা জরুরি।

সর্বশেষ খবর