মঙ্গলবার, ৯ জুন, ২০২০ ০০:০০ টা

দুর্বৃত্তায়নের রাজনীতি

কুয়েতে আটক এ দেশের এক এমপি

দুনিয়াজুড়েই সংসদ সদস্যরা বিশেষ মর্যাদার অধিকারী। জনপ্রতিনিধি হিসেবে তাদের সমীহ করা হয় সব দেশেই। এক দেশের সংসদ সদস্য যখন অন্য কোনো দেশে যান, তখন তাদের আলাদাভাবেই বরণ করা হয়। তবে সংসদ সদস্য পরিচয়ের আড়ালে যারা মানবপাচার, মানি লন্ডারিংয়ের মতো জঘন্যতম ঘৃণ্য ব্যবসায় জড়িত তাদের কথা আলাদা। এহেন ভিন্নতর যোগ্যতার কারণেই লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতে আটক হয়েছেন। শনিবার রাতে দেশটির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) তাকে আটক করে। কুয়েত সিটির মুশরিফ আবাসিক এলাকার ৪নং ব্লকের বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায় কুয়েতের সিআইডি। তার বিরুদ্ধে কুয়েতে জনশক্তি রপ্তানিতে অনিয়ম এবং হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। কাজী শহীদ ইসলাম পাপুল মারাতিয়া কুয়েতি গ্রুপ অব কোম্পানিজের স্বত্বাধিকারী। বাংলাদেশি এই করিৎকর্মা সংসদ সদস্যের মানবপাচার ও অবৈধ সম্পদের পাহাড় গড়া এবং সিআইডির গ্রেফতার অভিযানের খবর প্রচার করেছে কুয়েতি গণমাধ্যম। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সংসদ সদস্য পাপুলের গ্রেফতারের কথা বলেছেন। প্রাথমিকভাবে কুয়েতের গোয়েন্দা পুলিশ বলেছে, এমপি পাপুলকে তারা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। এখানে তার কিছু সম্পত্তি আছে সেগুলোর ব্যাপারে কথা বলবে। এমপি পাপুলের মানবপাচারে জড়িত থাকার তথ্য আলোচনায় আসে গত ফেব্রুয়ারিতে। কুয়েতের দৈনিক আল কাবাস দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমপি পাপুলকে গ্রেফতারের জন্য কুয়েত সিআইডির অভিযানের তথ্য জানায়। তখন তার কুয়েত ছেড়ে পালানোর তথ্যও জানায় আল কাবাস। অন্তত ২০ হাজার বাংলাদেশিকে কুয়েতে পাঠিয়ে প্রায় এক হাজার ৪০০ কোটি টাকা আয় করেছেন তিনি। মানবপাচার ব্যবসার সঙ্গে জড়িত এ করিৎকর্মা ব্যক্তিটির সংসদ সদস্য হওয়ার কেচ্ছাও বেশ চমকপ্রদ। গত নির্বাচনে নৌকার মনোনয়ন চেয়েছিলেন তিনি। সে আবেদনে সাড়া দেয়নি আওয়ামী লীগ। নির্বাচনে জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দেয় আওয়ামী লীগ। কিন্তু হঠাৎ করেই বোধগম্য কারণে আত্মগোপন করেন জাতীয় পার্টির প্রার্থী। ফাঁকা মাঠে জিতে যান পাপুল। শুধু জেতা নয়, স্বতন্ত্র কোটা থেকে তিনি তার স্ত্রীকে সংরক্ষিত এমপি বানিয়ে নিজের সক্ষমতার পরিচয় দেন। কুয়েতে মানবপাচারের দায়ে গ্রেফতার হয়ে তিনি দেশ ও জাতির জন্য যে লজ্জা বয়ে এনেছেন তা দুর্ভাগ্যজনক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর