বুধবার, ১৭ জুন, ২০২০ ০০:০০ টা

সামনে বাড়বে ভয়াবহতা

আরও সচেতন হওয়া প্রয়োজন

বাংলাদেশে কভিড-১৯ মহামারীর শততম দিন পেরিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৪ হাজার ৪৮১ জন। মারা গেছেন ১ হাজার ২৬২ জন। শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে যদি রোগীর সংখ্যা বাড়তে থাকে আর সংক্রমণ রোধ না করা যায়, তাহলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। অতিদ্রুত সাবধান হতে হবে। নিতে হবে কার্যকর ব্যবস্থা। আক্রান্তের সংখ্যা কমাতে না পারলে পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না। ধারণা করা হচ্ছে, জুনের শেষ সপ্তাহে দেশে সংক্রমণ পরিস্থিতি নি¤œমুখী হবে। ফলে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে আসবে। তবে এভাবে যদি রোগীর সংখ্যা বাড়তে থাকে তাহলে ভয়াবহ বিপর্যয় হবে। রোগীর সংখ্যা এভাবে বাড়লে তো হাসপাতালে জায়গা পাওয়াই কঠিন হয়ে যাবে। এখনই যেসব হাসপাতালে কভিডের চিকিৎসা দেওয়া হচ্ছে সেগুলো ভর্তি হয়ে গেছে। জায়গাই তো খালি নেই। সরকারকে চেষ্টা করতে হবে। আক্রান্তের সংখ্যা কমাতে না পারলে পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না। এটা প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত হবে না, সমন্বিতভাবেই নিয়ন্ত্রণ করতে হবে। ২৫ মার্চ থেকে পরবর্তী কয়েক দিন যেভাবে মানুষকে নিয়ন্ত্রণ করা হয়েছিল, তার সুফল হিসেবে ঈদের সময়ের আগ পর্যন্ত সংক্রমণে ধীরগতি ছিল; যদিও পরীক্ষা কম হয়েছে বলে প্রশ্ন আছে। তার পরও ঈদের সময় এবং এর পরে যেভাবে সব কিছু খুলে দেওয়া হয়, তার প্রভাবে এখন ঊর্ধ্বমুখী গতি দেখতে পাওয়া যাচ্ছে। কার্যকর উদ্যোগ না নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এখনো যদি করি, করব বলে সময় নষ্ট করা হয়, তাহলে ঘোর অন্ধকারে পড়বে দেশের মানুষ। নতুন করে লগডাউন বাস্তবায়নে সবাইকে কঠোর নিয়মানুবর্তিতা মানতে হবে। রেড জোনে জন চলাচলে কড়াকড়ির পাশাপাশি নিম্ন আয়ের মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছাতে হবে। প্রয়োজন সবার সহযোগিতা ও সচেতনতা। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর