শনিবার, ২০ জুন, ২০২০ ০০:০০ টা

সেরা মানব ও রসুল হজরত মুহাম্মদ

মুহম্মাদ ওমর ফারুক

সেরা মানব ও রসুল হজরত মুহাম্মদ

দুনিয়ার সর্বকালের সেরা মানুষ হিসেবে নন্দিত যিনি তিনি হলেন আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। পৃথিবীতে লক্ষাধিক নবী-রসুলের আগমন ঘটেছে। এর মধ্যে তিনি হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ। তারপর আর কারও কাছে আল্লাহর ওহি নাজিল হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দীনকে কিয়ামতের আগ পর্যন্ত কায়েম রাখবেন। আমরা সবাই আখেরি নবীর উম্মত। স্বভাবতই কেমন ছিলেন আমাদের প্রিয় নবী  সে বিষয়ে প্রত্যেক মুমিনের মধ্যে আগ্রহ থাকা স্বাভাবিক। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে সাহাবিদের বর্ণনা আমাদের এ-সংক্রান্ত আগ্রহ পূরণে ভূমিকা রাখে। হজরত আলী (রা.) যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আকৃতির বর্ণনা দিতেন তখন বলতেন, তিনি অত্যধিক লম্বাও ছিলেন না এবং একেবারে বেঁটেও ছিলেন না; বরং তিনি ছিলেন লোকদের মধ্যে মধ্যমাকৃতির। তাঁর মাথার চুল একেবারে কোঁকড়ানো ছিল না এবং সম্পূর্ণ সোজাও ছিল না; বরং মধ্যম ধরনের কোঁকড়ানো ছিল। তিনি অতি স্থূলদেহী ছিলেন না এবং তাঁর চেহারা একেবারে গোল ছিল না; বরং লম্বাটে গোল ছিল। গায়ের রং ছিল লাল-সাদা সংমিশ্রিত। চোখের বর্ণ ছিল কালো এবং পলক ছিল লম্বা লম্বা। হাড়ের জোড়াগুলো ছিল মোটা। গোটা শরীর ছিল পশমহীন, অবশ্য পশমের চিকন একটি রেখা বুক থেকে নাভি পর্যন্ত লম্বা ছিল। হাত ও পায়ের তালু ছিল মাংসে পরিপূর্ণ। যখন তিনি হাঁটতেন তখন পা পূর্ণভাবে উঠিয়ে মাটিতে রাখতেন, যেন তিনি কোনো উচ্চ স্থান থেকে নিচের দিকে নামছেন। যখন তিনি কোনো দিকে তাকাতেন তখন ঘাড় পূর্ণ ফিরিয়ে তাকাতেন। তাঁর উভয় কাঁধের মাঝখানে ছিল মোহরে নবুয়ত বা নবী হওয়ার অলৌকিক নিদর্শন। বস্তুত তিনি ছিলেন খাতামুন নাবিয়্যিন (নবী আগমনের ধারাবাহিকতা সমাপ্তকারী)। তিনি ছিলেন মানুষের মধ্যে অধিক দাতা, সর্বাপেক্ষা সত্যভাষী। তিনি ছিলেন সর্বাপেক্ষা কোমল স্বভাবের এবং বংশের দিক থেকে সম্ভ্রান্ত। যে ব্যক্তি তাঁকে হঠাৎ দেখত, সে ভয় পেত। পক্ষান্তরে যে ব্যক্তি পরিচিত হয়ে তাঁর সঙ্গে মিশত, সে তাঁকে অনেক ভালোবাসতে থাকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুণাবলি বর্ণনাকারী এ কথা বলতে বাধ্য হন যে, আমি তাঁর আগে ও পরে তাঁর মতো কাউকে কখনো দেখতে পাইনি। তিরমিজি।

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন জীবনের সব ক্ষেত্রে অনুকরণীয়। তিনি ছিলেন সবচেয়ে বেশি সৎ, সবচেয়ে বেশি দায়িত্বশীল, সবচেয়ে বেশি সাহসী। সবচেয়ে বেশি দয়ালু। দাতা হিসেবেও তিনি ছিলেন সর্বোত্তম। আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সব ক্ষেত্রে অনুসরণের তৌফিক দান করুন।

               লেখক : ইসলামবিষয়ক গবেষক।

 

সর্বশেষ খবর