মঙ্গলবার, ২৩ জুন, ২০২০ ০০:০০ টা

করোনা পরিস্থিতি

চীনা বিশেষজ্ঞদের মত আমলে নিন

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় এখন পর্যন্ত বাংলাদেশে নেওয়া বিভিন্ন পদক্ষেপসহ সার্বিক পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন চীনের বিশেষজ্ঞ দল। বিশেষ করে করোনা প্রতিরোধে নমুনা পরীক্ষা কম হওয়া ও বিজ্ঞানসম্মত উপায়ে লকডাউন কার্যকর করতে না পারায় মহামারী প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বাংলাদেশের জনগণের অসচেতনতার বিষয়টিও তাদের চরমভাবে হতাশ করেছে। দুই সপ্তাহের বেশি সময় বাংলাদেশ সফরে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাব্যবস্থা ঘুরে দেখে ও চিকিৎসক-ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলে যাওয়ার আগে এ মন্তব্য করেছে চীনা দলটি। রবিবার বিকালে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সে করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন চীনা দলের প্রধান ডা. শুমিং সিয়ানইউ ও ডা. হাইতাং লিউ। তারা মনে করেন, করোনা সংক্রমণের পিকটাইম এখনো বাংলাদেশে আসেনি। এখানে নমুনা পরীক্ষা খুবই কম হচ্ছে। ঢাকার বাইরে পর্যাপ্ত ল্যাব নেই। অথচ দেশে পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ক্রমে বাড়ছে। কিছুদিন ধরে প্রতি ১০০ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের মধ্যে সংক্রমণ পাওয়া যাচ্ছে। দেশে সংক্রমণের চতুর্থ মাসে এসে গড় করলে পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ শতাংশ। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ১৬ হাজার। এ পরিস্থিতিতে দ্রুত পরীক্ষা, দ্রুত শনাক্তকরণ, দ্রুত সামাজিক দূরত্ব বজায় রাখা এবং চিকিৎসার বিকল্প নেই। চীনা বিশেষজ্ঞরা এ মহামারী মোকাবিলায় বাংলাদেশের জন্য কার্যকর কয়েকটি সুপারিশ ও চারটি প্রতিবেদন ঢাকাস্থ চীনা দূতাবাসের মাধ্যমে সরকারকে দেবেন। নানা সীমাবদ্ধতার পরও চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের অসাধারণ ভূমিকার প্রশংসা করেছেন তারা। তবে তারা সবচেয়ে জোর দিয়েছেন নমুনা পরীক্ষা বাড়ানো ও বিজ্ঞানসম্মত উপায়ে লকডাউন কার্যকরের ওপর। অর্থনীতি পুনরুদ্ধার এবং পুনরায় শুরু করতে চিহ্নিত করতে হবে কোন অঞ্চলে সংক্রমণ বেশি ছড়িয়েছে। সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। চীনা বিশেষজ্ঞদের মত কর্তৃপক্ষ গুরুত্বের

সঙ্গে বিবেচনা করবেন- এ-ই আমাদের আশা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর