সোমবার, ২৯ জুন, ২০২০ ০০:০০ টা
বিচিত্রিতা

ঐতিহ্যবাহী শহর

স্পেনের গুয়াডালকালাল শহর। সেভিল থেকে দিগন্তে সরাসরি দূরত্ব প্রায় আশি কিলোমিটার উত্তরে, এতে সড়কপথে বেশি। এ শহরের বাড়িঘরগুলো মুসলিম ঐতিহ্যে সাদা রঙের। আর কর্ডোভার মুসলিম ঐতিহ্যের ছিলছিলায় বাড়িগুলোর বাইরে ঝুড়ি-টবে রঙিন ফুলের সারি, যাতে থাকে জেসমিন ও জেরানিয়াম (এগুলো সাদা, লাল ও পিঙ্ক রঙের ফুল)। মুসলিমদের শেখানো ফুলের এ সংস্কৃতি এখন সমগ্র ইউরোপ-আমেরিকাতে ছড়িয়ে পড়েছে। টারাগনা শহর বার্সেলোনা শহর থেকে দক্ষিণ-পশ্চিমে সমুদ্রতীরে। এক ঘণ্টায় সেখানে পৌঁছা যায় বার্সেলোনা থেকে, দূরত্ব ৯৮ কিলোমিটার। এটা ২১৮ খ্রিস্টপূর্ব থেকে রোমান প্রদেশ টারাকনেনসিসের রাজধানী ছিল। যদিও বলা হয়ে থাকে খ্রিস্টধর্ম প্রচারক সেন্টপল এখানে এসেছিলেন ৫৮ সালে, এ দাবি সত্য মনে হয় না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর