সোমবার, ২৯ জুন, ২০২০ ০০:০০ টা

ইসলামের দৃষ্টিতে তথ্য

ইসলামের দৃষ্টিতে তথ্য একটি পবিত্র আমানত। প্রতিটি আমানতের ব্যাপারে মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। যারা সমাজে গুজব রটিয়ে বা মিথ্যা তথ্য প্রচার করে রাজনৈতিক বা ধর্মীয় উত্তেজনা সৃষ্টি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে প্রয়াসী হয়, তারা খেয়ানতকারী, ফাসিক ও মুনাফেক। মহান রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছেন। মহান আল্লাহতায়ালা বলেন, তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে প্রয়াসী হয়ো না। নিশ্চয় আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করেন না। (সূরা কাসাস, আয়াত ৭৭)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর