বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনাকালে সেবার মনোভাব

পুলিশ ও আনসারের মর্যাদা বাড়িয়েছে

দেশে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু গত দুই সপ্তাহে সামান্য কমে এসেছিল। কিন্তু চলতি সপ্তাহে আবার বাড়তির দিকে। মঙ্গলবার ৬৪ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এক দিনে এটা সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গতকাল পর্যন্ত দেশে কভিড-১৯-এ মোট ১ হাজার ৮৪৭ জন মারা গেছেন। এর বাইরে আরও ১ হাজারের বেশি মানুষ মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। তার বেশির ভাগের নমুনা পরীক্ষা করা হয়নি। করোনা পরিস্থিতি মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ সদস্যরা অসাধারণ সেবা দিয়ে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে তাদের সেবার প্রশংসা করেছেন। এ পর্যন্ত পুলিশ ও আনসার বাহিনীর ১১ হাজার ৪৬০ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পুলিশ সদর দফতরসূত্র বলছেন, মঙ্গলবার ১৭৯ জনসহ মোট ১০ হাজার ৭৬৪ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত পুলিশ সদস্যের মধ্যে ঢাকা মহানগর পুলিশের ২ হাজার ২৮৪ জন সদস্য রয়েছেন। চিকিৎসা ও সুনিবিড় পরিচর্যায় সুস্থ হওয়া ৬ হাজার ৪৩৮ জন সদস্যের অনেকেই কর্মক্ষেত্রে যোগ দিয়েছেন। মঙ্গলবার পর্যন্ত আইসোলেশনে ছিলেন ৪ হাজার ৪৯৮ জন পুলিশ সদস্য। আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে রয়েছেন ১১ হাজার ৩৯৫ জন পুলিশ কর্মকর্তা। করোনা মহামারীতে মৃত্যুবরণ করেছেন পুলিশের ৪২ সদস্য। অন্যদিকে ৬৯৬ জন আনসার সদস্য করোনায় আক্রান্ত। এ পর্যন্ত সুস্থ হয়েছেন বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৩৮০ জন। ১৬৬ জন সদস্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। কোয়ারেন্টাইনে আছেন ১৪৭ জন সদস্য। করোনায় প্রাণ হারিয়েছেন আনসারের তিনজন সদস্য। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের অবদান স্মরণীয়। আর বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধের ক্ষেত্রে পুলিশ অসাধারণ মানবিকতার পরিচয় দিয়েছে। তাদের এ পেশাদারিত্ব ও মর্যাদা অক্ষুণ্ণ থাকবে- আমরা এমন আশাই করতে চাই।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর