শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

১৫ উপজেলায় বিশুদ্ধ পানি

ঝুঁকিপূর্ণ এলাকায় এ প্রকল্প বাস্তবায়ন করা হোক

সুপেয় পানির সংকট দিন দিন বাড়ছে। লবণাক্ততা, আর্সেনিকের কারণে দেশের বিভিন্ন এলাকায় মিঠা পানির জন্য পুকুর ও বৃষ্টির পানির ওপর নির্ভর করতে হয়। কারণ লবণাক্ত পানি, পাশাপাশি বন্যা ও জলোচ্ছ্বাসে নলকূপগুলো নষ্ট হয়ে যায়। সাধারণ মানুষের পক্ষে বাজারজাত পানি কিনে পান করা সম্ভব হয় না। শহরে লাইনের সমস্যার জন্য ওয়াসার পানিও অনেক সময় অনিরাপদ হয়ে ওঠে। আর বিশুদ্ধ পানির অভাবে মানুষের দীর্ঘমেয়াদি রোগব্যাধি বাড়ছে। এর মাঝে একটি সুখবর চট্টগ্রাম জেলার ১৫ উপজেলায় যাচ্ছে বিশুদ্ধ পানি। এজন্য নলকূপ বসানো, পাম্প হাউস নির্মাণ ও পাইপলাইনের কাজ শেষ হয়েছে। করোনা সংক্রমণ কমে এলেই প্রকল্পের উদ্বোধন হবে। প্রথমেই দ্বীপ উপজেলা হিসেবে বিশুদ্ধ পানি পেতে যাচ্ছে সন্দ্বীপ পৌরবাসী। সন্দ্বীপ পৌরসভায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। প্রকল্পটি চালু হলে সন্দ্বীপ পৌরসভার প্রায় ৫০০ পরিবার প্রথম ধাপে বিশুদ্ধ পানির আওতায় আসবে। সন্দ্বীপের এ প্রকল্পটি ছাড়াও বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ ও মিরসরাইয়ে আরও চারটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এতে সন্দ্বীপ পৌরসভার প্রায় ৫০ হাজার মানুষ উপকারভোগী হবে। জনস্বাস্থ্য প্রকৌশল দফতর চট্টগ্রাম বলছে, এ প্রকল্পের আওতায় .৬৫-.৯ কিউসেপ ক্যাপাসিটির তিনটি পাম্প হাউস বসানো হয়েছে। ১২৫০ হর্স পাওয়ারের তিনটি উৎপাদক নলকূপ স্থাপন করা হয়েছে। পৌরসভা এসব সংযোগের বিনিময়ে চার্জ আদায় করবে। পরে পৌর কর্তৃপক্ষ চাইলে আরও সংযোগ বাড়াতে পারবে। সন্দ্বীপের চেয়ে এসব উপজেলায় আরও বড় আকারের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সরকারের এ প্রকল্প প্রশংসনীয়। প্রকল্পটি দেশের দক্ষিণাঞ্চলের জেলা সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, পটুয়াখালীসহ ঝুঁকিপূর্ণ এলাকায় বাস্তবায়ন করা হোক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর