রবিবার, ৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ

গভর্ন্যান্স কাউন্সিল গঠন ইতিবাচক

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় শত বছরের মহাপরিকল্পনা বাংলাদেশ ডেল্টা প্ল্যান, ২১০০ বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে চেয়ারপারসন করে ১২ সদস্যের ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল গঠন নিঃসন্দেহে সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ। বায়ুমন্ডলের উষ্ণতা বৃদ্ধির পরিণামে গলছে মেরু অঞ্চলের বরফ। বাড়ছে সাগরপৃষ্ঠের উচ্চতা; যা বাংলাদেশের মতো উপকূলবর্তী দেশগুলোর জন্য সমূহ হুমকি সৃষ্টি করেছে। বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপ। দেশের সিংহভাগ এলাকা শত শত বছরের প্রক্রিয়ায় সাগরপৃষ্ঠ থেকে জেগে উঠেছে। স্বভাবতই সাগরপৃষ্ঠ থেকে বাংলাদেশের বেশির ভাগ এলাকার উচ্চতা এমনিতেই কম। স্বভাবতই সাগরপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় দেশের এক বড় অংশ পানির নিচে তলিয়ে যাওয়ার বিপদ সৃষ্টি করেছে। এ মুহূর্তে বিপদের আসল চেহারা ততটা স্পষ্ট না হলেও উপকূল এলাকায় এর অশুভ প্রতিক্রিয়া অনুভূত হচ্ছে। হাজার হাজার একর জমি বছরের বেশির ভাগ সময় ডুবে থাকছে সাগরের নোনা পানির নিচে। লাখ লাখ মানুষের জীবিকায় কালো ছায়া ফেলেছে জলবায়ুর নেতিবাচক পরিবর্তন। উদ্বাস্তুর জীবন যাপন করছে হাজার হাজার পরিবার। জলবায়ু পরিবর্তনের অশুভ আগ্রাসন মোকাবিলায় যেসব দেশ সময়োচিত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের নাম তার সামনের কাতারে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল গঠন এ চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণে সহায়তা করবে- এমনটিই আশা করা যায়। এর ফলে বন্যা, নদীভাঙন, নদী ব্যবস্থাপনা, শহর ও গ্রামাঞ্চলে সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থাপনা সম্পর্কিত সব কার্যক্রমের ওপর সরকারের শীর্ষ পর্যায়ের নজরদারি নিশ্চিত হবে। ডেল্টা প্ল্যান হালনাগাদেও কাউন্সিল সময়োচিত পদক্ষেপ নেবে। ডেল্টা প্ল্যান বাংলাদেশের অস্তিত্বের অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এ মহাপরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে সরকার ৮০টি প্রকল্প বাস্তবায়নে ২ হাজার ৯৭৮ বিলিয়ন টাকা ব্যয় করবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডেল্টা প্ল্যানের গভর্ন্যান্স কাউন্সিল গঠিত হওয়ায় প্রকল্পগুলোর বাস্তবায়নে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা এড়ানো সম্ভব হবে- আমরা এমনটিই আশা করতে চাই। জলবায়ু পরিবর্তনের সমস্যাকে অভিশাপের বদলে আশীর্বাদে পরিণত করতে ডেল্টা প্ল্যান জাতিকে পথ দেখাবে- এমনটিও প্রত্যাশিত।

সর্বশেষ খবর