শিরোনাম
রবিবার, ৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনাকালেও ভুয়াদের দৌরাত্ম্য

প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের চার মাসে মৃতের সংখ্যা ২ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। এর বাইরে আরও ১ হাজারের বেশি মানুষ মারা গেছেন কভিড-১৯-এর উপসর্গ নিয়ে। অবশ্য আক্রান্তের শীর্ষে থাকা দেশগুলোর তুলনায় বাংলাদেশে এখনো মৃতের হার কম। শনিবার পর্যন্ত দেশে করোনায় মোট ১ হাজার ৯৯৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, মোট মৃতের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান ২৭তম। প্রতিদিন দীর্ঘ হচ্ছে মৃত ও আক্রান্তের তালিকা। উপসর্গ থাকায় টেস্ট করাতে আগ্রহী মানুষের প্রয়োজনীয়তাকে কাজে লাগিয়ে প্রতারক চক্র টেস্টের নামে অর্থ হাতিয়ে ভুয়া রিপোর্ট দিচ্ছে। আক্রান্তদের প্লাজমা দেওয়ার নামে চলছে ব্যবসা। ‘বুকিং বিডি’ ও ‘হেলথ কেয়ার’ এ দুটি প্রতিষ্ঠানের নামে অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল করোনা পরীক্ষার। বিজ্ঞাপন দেখে অনেকেই করোনাভাইরাস পরীক্ষা করানোর জন্য যোগাযোগ করেন। এ প্রতারক চক্রের সদস্যরা নমুনা সংগ্রহের পর কোনো ধরনের পরীক্ষা ছাড়াই কম্পিউটারে মনগড়া রিপোর্ট তৈরি করত। যাদের উপসর্গ রয়েছে তাদের পজিটিভ ও যাদের উপসর্গ নেই তাদের নেগেটিভ রিপোর্ট মেইল করে জানিয়ে দিত। এজন্য প্রত্যেক ব্যক্তির কাছ থেকে তারা ৫-১০ হাজার টাকা করে হাতিয়ে নিত। ২৩ জুন এ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা দুটি ল্যাপটপে প্রাথমিকভাবে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট পাওয়া গেছে। তারা সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করে আসছিল। প্লাজমা থেরাপি নিয়েও চলছিল প্রতারণা। মহামারীতে মানুষ হিসেবে কর্তব্য মানুষের পাশে দাঁড়ানো। এখন যেভাবে হোক মুনাফা অর্জন কিংবা প্রতারণার সময় নয়। প্রতারকদের রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে।

এদের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা।

সর্বশেষ খবর