বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

চিকিৎসায় প্রতারণা

প্রতারকদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করুন

প্রতারণা দেশের চিকিৎসাব্যবস্থার অনুষঙ্গ হয়ে বিরাজ করছে যুগ যুগ। প্রতারকদের সামাল দেওয়ার সুব্যবস্থা না থাকায় তারা যা ইচ্ছা তাই করার অবাধ স্বাধীনতা ভোগ করছে। করোনাকালে যখন দুনিয়াজুড়ে মানবতার আর্তচিৎকার পাষাণেরও মন গলিয়েছে, তখন প্রতারকরা এটিকে অর্থ আয়ের সুযোগ হিসেবে ভেবেছে। এ অপকর্মে সবচেয়ে এগিয়ে থাকা প্রতিষ্ঠানগুলোর একটি রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে অবশেষে যথাযথ পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। করোনার নকল সনদ তৈরি করে রোগী শুধু নয়, সরকারের কাছ থেকেও একই সঙ্গে অর্থ আদায়, লাইসেন্স ছাড়াই সাত বছর ধরে হাসপাতাল চালানো, মিরপুর শাখা পরিদর্শনের সময় অস্ত্রের মুখে মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তাকে তাড়িয়ে দেওয়াসহ অসংখ্য অভিযোগে সিলগালা করে দেওয়া হয়েছে রিজেন্ট হাসপাতাল নামের প্রতারক প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রতারক মোহাম্মদ সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলাও দায়ের করেছে র‌্যাব। আটক করা হয়েছে চেয়ারম্যানের ব্যবহৃত একটি গাড়ি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনের চোখে ধুলা দিতেই গাড়িতে ফ্ল্যাগস্ট্যাম্প ও স্বাস্থ্য অধিদফতরের স্টিকার ব্যবহার করা হতো। রিজেন্ট গ্রুপের ওয়েবসাইটে চেয়ারম্যান সাহেদের বাণীতে বলা হয়েছে, বিশ্বায়নের এই তীব্র প্রতিযোগিতাপূর্ণ সময়েও তার মূল লক্ষ্য মানবসেবা, ভোক্তাদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন, দেশ ও দশের উন্নয়ন। তবে অন্যসব প্রতারকের মতো এই বাণীর বিপরীত ভূমিকা পালনই তিনি কর্তব্য বলে বেছে নিয়েছিলেন। তাজ্জব করার মতো তথ্য হলেও সত্যি দেশের রাজধানীতে লাইসেন্স নবায়ন ছাড়াই তিনি বছরের পর বছর হাসপাতাল পরিচালনা করে এসেছেন। র‌্যাব দেশের চিকিৎসা অঙ্গনের এই অন্যতম শীর্ষ প্রতারককে গ্রেফতারের চেষ্টা করছে। তারা প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়াসহ প্রতারক চক্রের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলাও করেছে। আমরা আশা করব চিকিৎসা অঙ্গনের অন্যসব প্রতারকের মনে ভয় ঢোকাতে রিজেন্ট হাসপাতাল চক্রের শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ মনোযোগ দেবে। প্রতারক সাহেদ শুধু নন, তার গডফাদারদের পরিচয়ও উন্মোচন করা হবে। পাশাপাশি নকল ভেজাল ওষুধ ও চিকিৎসার নামে অন্য যারা প্রতারণা ব্যবসা চালাচ্ছে তাদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে- এমনটিই প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর