শনিবার, ১১ জুলাই, ২০২০ ০০:০০ টা

কালো তালিকায় ১৪ ঠিকাদার

স্বাস্থ্যের রথী-মহারথীদেরও ধরুন

অবশেষে স্বাস্থ্য অধিদফতর দুর্নীতি, প্রতারণা ও চক্রান্তমূলক কার্যকলাপের দায়ে ১৪টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে। মহতী উদ্যোগটি তারা নিয়েছেন স্বউদ্যোগে নয়, দুদকের দেওয়া চিঠির ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে। যার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কোটিপতি হিসাবরক্ষকের কোটিপতি স্ত্রীর প্রতিষ্ঠানও রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার প্রতিযোগিতায় অবতীর্ণ কয়েক দশক ধরে। সারা জাতির ক্ষোভের কেন্দ্রস্থলেও পরিণত হয়েছে তারা। এ প্রেক্ষাপটে নড়েচড়ে উঠেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। তাদের মামলার ভিত্তিতে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতি-অনিয়মে সংশ্লিষ্টতার অভিযোগে ১৪ ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদফতর। দুদকের তদন্তে এদের নাম উঠে আসায় স্বাস্থ্য অধিদফতরের এ নির্দেশনা দেশের সব হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্নীতি, প্রতারণা ও চক্রান্তমূলক কার্যকলাপে জড়িত ছিল ১৪টি ঠিকাদারি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান ও তাদের মালিকদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দুদক মামলা করে সে তালিকা পাঠায় স্বাস্থ্য অধিদফতরে। দুদকের সুপারিশের ভিত্তিতে এসব ঠিকাদারি প্রতিষ্ঠানসহ প্রতিষ্ঠানের মালিকদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠি দেয় অধিদফতরকে। এর পরই অধিদফতরের চিঠি গেল। এতে বলা হয়, কালো তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানসহ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর সঙ্গে কোনো প্রকার দাফতরিক ক্রয়সংক্রান্ত কাজে সম্পৃক্ত না হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। যেসব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে তার মধ্যে রয়েছে- রহমান ট্রেড ইন্টারন্যাশনাল ও রূপা ফ্যাশনের মালিক রুবিনা খানম। রুবিনা খানম স্বাস্থ্য অধিদফতরের হিসাবরক্ষক মো. আবজাল হোসেনের স্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর দুর্নীতিবাজদের কাছে জিম্মি হয়ে আছে- এ অভিযোগ ওপেন সিক্রেট। শত শত কোটি টাকা লুটপাট হয় ঠিকাদার ও প্রজাতন্ত্রের জনগণের ট্যাক্সের টাকায় পোষা একশ্রেণির কর্মকর্তার যোগসাজশে। চোর ও মহাচোরদের দমনে দুদকের পদক্ষেপ প্রশংসনীয় হলেও স্বীকার করতেই হবে, এতে লুটেরা প্রতিষ্ঠানগুলোর বড় অংশের নাম নেই। আমরা আশা করব, তদন্ত শেষে তাদের কালো তালিকাভুক্ত শুধু নয়, আইনের আওতায়ও নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর