সোমবার, ১৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

দেশের সুনাম জিম্মি

প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

করোনা টেস্টের নামে প্রতারকরা হাজার হাজার মানুষকে ঠকানোর পাশাপাশি বহির্বিশ্বে বাংলাদেশের সুনামকে জিম্মি করে চলেছে। অর্থলোভী মনমানসিকতায় ইতর কিছু লোকের কারণে জাপান, দক্ষিণ কোরিয়া, ইতালি, চীন বাংলাদেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। অস্ট্রেলিয়াসহ যেসব দেশ বিমান যোগাযোগ পুনরাম্ভ করেনি তারা দুই থেকে পাঁচ মাস পর্যন্ত অলিখিত নিষেধাজ্ঞা বজায় রাখবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদেশে অবস্থানরত প্রবাসীদের বড় অংশ দেশে ছুটি কাটাতে আসে শীত বা বসন্ত মৌসুমে। মার্চের শেষ দিকে করোনার থাবায় বিমান যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার প্রবাসী দেশে আটকা পড়ে। লকডাউনে বন্ধ হয়ে থাকা আকাশপথ পুনরায় খুলে দেওয়ার পর প্রবাসী শুধু নয় দেশবাসীর মধ্যে আশার সঞ্চার হয় বাংলাদেশের সঙ্গে পুনঃস্থাপিত হবে বিভিন্ন দেশের যোগাযোগ। আটকে পড়া প্রবাসীরা ফিরে যাবে আবার। কিন্তু ভুয়া করোনা রিপোর্টের কারণে হয়েছে। বাংলাদেশের সঙ্গে ফ্লাইট বাতিল করে দিয়েছে ইতালি সরকার। সেখানে করোনার পুনর্জীবন দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশিদের বিরুদ্ধে। যেসব বাংলাদেশি ফিরে গেছেন, নিয়ে গেছেন করোনা নেগেটিভ সনদ। সে সনদ ভুয়া হওয়ায় সারা ইতালিতেই উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। বাংলাদেশিরা আলোচিত এবং সমালোচিত হয়ে উঠেছে। সবচেয়ে লজ্জাজনক ঘটনাটি ঘটেছে ৮ জুলাই। কাতার এয়ারওয়েজের একটা বিমানের ১২৫ জন বাংলাদেশি আরোহী ইতালিতে প্রবেশ করতে পারেননি। দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইতালির চেয়ে বাংলাদেশ করোনা পরিস্থিতি সামাল দিয়েছে সফলভাবে। ১৭ কোটি মানুষের ঘনবসতির দেশ বাংলাদেশে চার মাসের মোট মৃত্যু কোনো কোনো দেশের এক দিনের মৃত্যুর সমান। কিন্তু ভুয়া করোনা রিপোর্টের কারণে বাংলাদেশের সাফল্য নয়, বরং বিপরীত কথাই সংবাদ মাধ্যমে প্রাধান্য পাচ্ছে। জাতীয় স্বার্থেই এ অপকর্মে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর