রবিবার, ২৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

ভুয়া ডাক্তারের ছড়াছড়ি

কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে

করোনাভাইরাস মহামারীতে জনগণের পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গিয়ে এমনিতেই হিমশিম খাচ্ছে সরকার। এর মধ্যেই উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। ভুয়া ডিগ্রিধারী ডাক্তারের ছড়াছড়ি এখন আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে, বাড়ছে তাদের সীমাহীন দৌরাত্ম্য। বিভিন্ন বিষয়ে ডিগ্রি ব্যবহার করে চকচকে সাইনবোর্ড সাঁটিয়ে নিরীহ রোগীদের প্রতারিত করে আসছে তারা। ফলে চিকিৎসাসেবায় চরম অরাজকতা বিরাজ করছে, ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রোগীদের জীবন। বছরের পর বছর ভুয়া ডাক্তারকেন্দ্রিক নানা অরাজকতায় দেশের চিকিৎসাব্যবস্থা প্রশ্নবিদ্ধ হলেও সরকারের দায়িত্বশীল বিএমডিসি, স্বাস্থ্য শিক্ষা বিভাগ, স্বাস্থ্য অধিদফতর, বিএমএসহ ডাক্তারদের পেশাদার সংগঠনগুলো কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না- এমন অভিযোগ উঠেছে। জাল সনদ ও নবায়নহীন লাইসেন্স পুঁজি করেই ভুয়ারা রাজধানীসহ দেশের প্রতিটি জেলা ও উপজেলা সদরে অভিজাত চেম্বার সাজিয়ে অহরহ রোগীদের প্রতারণা করে চলছে। ভুয়াদের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতর থেকেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়ার নজির নেই বললেই চলে। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযানে একাধিকবার ভুয়া ডাক্তার ও ভুয়া বিশেষজ্ঞ আটক হয়েছে। তারা এমবিবিএস ডিগ্রির আগে-পিছে দেশ-বিদেশের ভুয়া, নকল, মনগড়া উচ্চতর সব ডিগ্রি ব্যবহার করে বছরের পর বছর রোগী দেখছে, হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের ফি। চিকিৎসা সেক্টরে ভুয়া ডাক্তার ও অপচিকিৎসা বছরের পর বছর ধরে দুরারোগ্য ক্যান্সারের মতোই চেপে আছে। বাণিজ্যের লক্ষ্যে ভুয়া ডাক্তাররা নামের পেছনে এফআরএসএইচ, এমএসিপি, এফএসিপি, পিজিটি, এমডি ও এফসিপিএস (ইনকোর্স) ও পার্ট-১ অথবা পার্ট-২সহ বিভিন্ন ডিগ্রি উল্লেখ করে থাকে। এ কারণে সাধারণ রোগীরা এসব ডাক্তারকে বিদেশি ডিগ্রিপ্রাপ্ত বলে মনে করেন। দেশজুড়ে ১৪ হাজার ভুয়া এমবিবিএস ডাক্তার ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে চিকিৎসা ডিগ্রি, নিবন্ধনের যথার্থতা ও সেবা নিয়ে দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর কঠোর মনিটরিং করতে হবে। চিকিৎসাসেবা নিয়ে প্রতারণাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর