মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

আসছে ভারতীয় গরু

দেশি খামারিদের স্বার্থে বাদ সাধুন

কোরবানির ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসছে। কিছু কিছু স্থানে কড়াকড়ি থাকলেও বেশ কয়েকটি করিডোর দিয়ে গত বছরের তুলনায় বেশি গরু আসছে এমন অভিযোগও উঠেছে। গরু আসছে পুবের মিয়ানমার সীমান্ত দিয়েও। তবে সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে গরু কম আসছে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সীমান্তপথে আসা ভারতীয় গরু কোরবানির পশুর হাটেও তোলা হচ্ছে। এতে কমে গেছে দেশি গরুর দাম। ফলে হতাশায় পড়েছেন দেশি খামারিরা। তারা ভারতীয় গরু আমদানি বন্ধের দাবি জানিয়েছেন। হাটে দেশি গরুর চেয়ে ভারতীয় গরুর দাম তুলনামূলক কম। এর প্রভাবে দেশি গরুরও দাম পাচ্ছেন না ব্যবসায়ীরা। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি সীমান্ত দিয়ে ট্রাকবোঝাই ভারতীয় গরু আসছে। অথচ উল্লিখিত দুই জেলায় কোরবানির জন্য পশু আছে ৩ লাখ ৭০ হাজার। কোরবানি শেষে উদ্বৃত্ত থাকবে ১ লাখ গবাদি পশু। এর পরও ভারত থেকে গরু আমদানি হওয়ায় হতাশ স্থানীয় খামারিরা। তারা বলছেন, এবার বন্যার কারণে অনেকেই গবাদি পশু বিক্রি করে দিচ্ছেন। বন্যায় গবাদি পশু পালন করা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। অন্যদিকে করোনা মহামারীর জন্য কোরবানির পশুর হাট জমছে না। করোনা আর বন্যার কারণে এবার এমনিতেই পশুর দাম কম। এ অবস্থায় ভারতীয় গরু আমদানিতে দাম আরও কমছে। বাধ্য হয়ে কম দামেই বিক্রি করতে হচ্ছে খামারিদের। এতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিজিবিসূত্র বলছেন, রাজশাহীতে চারটি খাটাল আছে। এর একটি খাটাল দিয়ে ভারতীয় গরু আসছে। সরকার যদি খাটাল চালু রেখে গরু আমদানির সুযোগ দেয় তাহলে খামারিদের কিছু করার নেই। অন্য বছর ঢাকার বেপারিরা কোরবানির হাট সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলের খামারির কাছ থেকে কোরবানির পশু কিনতেন, এবার কেনার পরিমাণ কম। ভারতীয় পশু আসার ব্যাপারে কর্তৃপক্ষ কঠোর হবেন এবং

দেশি খামারির স্বার্থ রক্ষা করবেন- এমনটিই প্রত্যাশিত।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর