বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

করোনাকে ভয় নয়

শুরু হোক পুনর্গঠনের লড়াই

দেশে গত মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৫০৩। তবে বাস্তবে করোনায় আক্রান্তের সংখ্যা যে অনেক বেশি সে সত্যটি স্পষ্ট হয়েছে এক জরিপে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এর জরিপে বলা হয়েছে, শুধু ঢাকা মহানগরীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৯ শতাংশ মানুষ। ঢাকার জনসংখ্যা অন্তত দেড় কোটি। সে হিসাবে দেশের রাজধানীতেই অন্তত সাড়ে ১৩ লাখ মানুষ কভিড-১৯ ভাইরাসের শিকার হয়েছেন। ইউএসএআইডি ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় ১৮ এপ্রিল থেকে ৫ জুলাই রাজধানীর ১২ হাজার মানুষের ওপর জরিপ চালানো হয়। স্থানীয় পর্যায়ে কভিড-১৯ বা করোনাভাইরাসের থাবা কতটা বিস্তার লাভ করেছে তা জানতেই এ জরিপ করা হয়। আন্তর্জাতিক মানের এ জরিপে বাংলাদেশে করোনা পরিস্থিতির শতভাগ সঠিক না হলেও বাস্তবের কাছাকাছি চিত্র উঠে এসেছে। আনুমানিক হিসাবে সারা দেশের তুলনায় ঢাকায় করোনা সংক্রমণের হার দ্বিগুণ। একইভাবে স্বীকার করতেই হবে, জরিপের পরবর্তী ৩৮ দিনে কয়েক লাখ মানুষ এ ভয়াবহ ভাইরাসের শিকার হয়েছে। সে হিসাবে শনাক্তের সংখ্যা যত কমই হোক, আক্রান্তের প্রকৃত সংখ্যা ১ কোটিও ছাড়িয়ে যেতে পারে। এটি যেমন হতাশার দিক তেমন স্বস্তির দিক হলো, কভিড-১৯ নামের ঘাতক ভাইরাস বাংলাদেশে অন্যান্য দেশের মতো থাবা বিস্তার করতে পারেনি। সরকারি হিসাবে গত মঙ্গলবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৩ হাজার ৪৭১ হলেও করোনার লক্ষণ নিয়ে মারা গেছেন এমন সংখ্যা যোগ করলে তা ৫ হাজারে দাঁড়াতে পারে। মৃত্যুর এ হার সারা দুনিয়ার মধ্যে নিম্নতম বললেও অত্যুক্তি হবে না। করোনা নিস্তেজ হয়ে পড়ায় এখন এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্ক থিতিয়ে এসেছে। করোনাজয়ী হয়ে তারা অর্থনৈতিক কর্মকান্ডে দ্রুত যুক্ত হওয়ার উদ্যোগ নিচ্ছেন। করোনা নয়, মানুষের কর্মসংস্থানই এখন দেশের লাখ লাখ মানুষের কাছে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

করোনার মতো এ চ্যালেঞ্জেও জাতিকে জিততে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর