শনিবার, ১৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

অর্থনীতি পুনরুদ্ধারের লড়াই

লড়াকু জাতি এবারও জিতবে

বাংলাদেশের মানুষ লড়াকু জাতি হিসেবে ইতিহাসে পরিচিত। গঙ্গারিডি থেকে আজকের বাংলাদেশ- কয়েক হাজার বছরের ইতিহাস সে সাক্ষ্য দেয়। মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষকে হত্যা ও ধ্বংসস্তূপে পরিণত করার পরও বাঙালি জাতিকে রোখা যায়নি। পাকিস্তানি দখলদারের পরাজয় তারই প্রমাণ। তাদের পেছনে যুক্তরাষ্ট্র ও চীনের মতো পরাশক্তির মদদেও হানাদারদের শেষ রক্ষা হয়নি। করোনার বিরুদ্ধে লড়াইয়ে অনন্য মনোবলের পরিচয় দিয়েছে বাংলাদেশের মানুষ। এ মহামারীর ধাক্কা কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে লন্ডভন্ড হয়ে পড়া অর্থনীতি। মহামারী সত্ত্বেও বিদায়ী অর্থবছরে ৫ দশমিক ২৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। স্বাস্থ্যবিধি মেনে ইতোমধ্যে শুরু হয়েছে অর্থনীতি পুনর্গঠনের কর্মচাঞ্চল্য। উৎপাদনের পাশাপাশি বাড়তে শুরু করেছে রপ্তানি। বেড়েছে রেমিট্যান্সের প্রবাহ। অর্থনীতিকে আরও নির্ভার করছে বাংলাদেশ ব্যাংকের শক্তিশালী রিজার্ভ। গার্মেন্ট খাতের স্থগিত ক্রয়াদেশগুলো আবার ফিরে এসেছে। বিশ্বের অন্যতম অর্থলগ্নি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বলেছে, বাংলাদেশের অর্থনীতি দ্রুত পুনরুদ্ধারে সক্ষমতা দেখাচ্ছে। ব্যাংকটি বলছে, বাংলাদেশের উদ্বৃত্ত ব্যালান্স অব পেমেন্ট, বৈদেশিক মুদ্রার শক্তিশালী রিজার্ভ, রপ্তানি ও রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধির মাধ্যমে ইতোমধ্যে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। দেশের ব্যবসায়ীরাও বেশ আত্মবিশ্বাসী। বুধবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে মূল্যায়ন করে আশাজাগানিয়া তথ্য জানিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। অর্থনীতিবিদদের মতে কভিড-১৯-এর অচলাবস্থার মধ্যেই বাংলাদেশের অর্থনীতিতে নতুন করে চাহিদা তৈরি হওয়ায় ধীরে ধীরে সচল হচ্ছে সামগ্রিক অর্থনীতি। গত মার্চ-এপ্রিলের তুলনায় জুন-জুলাইয়ের অর্থনীতি অনেকটা সচল। করোনাকে সঙ্গে নিয়েই কাজকর্ম শুরু করেছে মানুষ। অর্থনীতি পুনরুদ্ধারের এ ধারা জাতির এগিয়ে যাওয়ার প্রত্যাশার পরিপূরক। এ লড়াইয়ে জিততে হবে।

 

সর্বশেষ খবর