বুধবার, ১৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

এসএসসির রেজিস্ট্রেশন

মানবিক দৃষ্টিভঙ্গি প্রত্যাশিত

এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নবম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে চ-াল আচরণের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেসেজ পাঠিয়ে সাফ জানিয়ে দেওয়া হচ্ছে, বকেয়া টিউশন ফি পরিশোধ না করলে রেজিস্ট্রেশন করতে দেওয়া হবে না। করোনার মহাসংকটকালে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমন বার্তা পেয়ে বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। অথচ শিক্ষা বোর্ডের এক নির্দেশনায় বলা হয়েছে, মহামারী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মাসিক বেতন ও অন্যান্য ফির জন্য চাপ প্রয়োগ করা যাবে না। স্মর্তব্য, নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন গত ১৬ আগস্ট শুরু হয়েছে, চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। অভিভাবকদের অভিযোগ, রেজিস্ট্রেশনের সময় চাপ দিয়ে বকেয়া সব টিউশন ফি কৌশলে আদায় করছেন প্রতিষ্ঠানপ্রধানরা। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মণিপুর স্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজসহ অর্থনৈতিক দিক থেকে সচ্ছল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এভাবে টাকা আদায় করছে বলে অভিযোগ রয়েছে। মফস্বলের পরিস্থিতি শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আরও ভয়াবহ। রাজধানীসহ মহানগরগুলোর অভিজাত স্কুলগুলোর শিক্ষার্থীদের ৯০ শতাংশই সচ্ছল পরিবারের। কিন্তু সারা দেশের সিংহভাগ স্কুলের শিক্ষার্থীর বড় অংশ এসেছে অসচ্ছল পরিবার থেকে। করোনাকালে তাদের অভিভাবকদের বড় অংশের কোনো আয় নেই, অথবা থাকলেও তার পরিমাণ আগের চেয়ে কম। বেকারত্বে ভুগছেন এমন অভিভাবকও প্রচুর। রেজিস্ট্রেশনের সময় বকেয়া টিউশন ফি আদায়ে চাপ সৃষ্টি করায় তাদের অনেকেই চোখে শর্ষে ফুল দেখছেন। এ কথা ঠিক, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এক বড় অংশ অর্থনৈতিকভাবে সচ্ছল নয়। টিউশন ফি ঠিকমতো আদায় করতে না পারলে তাদের সমস্যায় ভুগতে হয়। কিন্তু করোনাকালে শিক্ষার্থী ও অভিভাবকদের সমস্যাকে মানবিক দৃষ্টিতে দেখা হবে- এমনটি প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর