বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
বিচিত্রতা

রংধনু

রংধনু হলো সাতটি রঙের সমাহার। সূর্যের আলো আপাতদৃষ্টিতে দেখতে সাদা হলেও তা সাতটি রঙের মিশ্রণ। বেগুনি, নীল, আসমানি (আকাশি), সবুজ, হলুদ, কমলা, লাল। রংধনু সৃষ্টি হয় বাতাসে ভেসে থাকা জলকণার মধ্য দিয়ে সূর্যের আলোর সাতটি মৌলিক রঙে বিভাজিত হওয়ার মাধ্যমে। বৃষ্টি শেষে বাতাসে যে জলকণা ভাসমান থাকে তা অনেকটা প্রিজমের মতো কাজ করে সূর্যের আলোকে বিভাজিত করে। যখন প্রিজমের মতো আচরণ করে জলকণাগুলো সূর্যের সাদা আলোকে সাতটি আলাদা আলোয় ভাগ করে তখনই তা আমাদের চোখে রংধনু হিসেবে ধরা দেয়। রংধনুতে একদম ওপরের দিকে থাকে লাল রং আর একদম নিচে থাকে বেগুনি রং। তবে রংধনুতে সব সময়ই যে সাতটি রং দেখা যাবে এমনটি নাও হতে পারে। কখনো কখনো সাতটির কম রং নিয়ে রংধনু সৃষ্টি সম্ভব। বৃষ্টির পরপর আকাশে থাকা জলকণা যে রংধনু সৃষ্টি করবেই তার কোনো নিশ্চয়তা নেই। রংধনু দেখার জন্য সূর্য আপনার পেছনের দিকে থাকা বাঞ্ছনীয় আর জলকণা থাকতে হবে সামনের দিকে। আর সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হলো বৃষ্টি শেষে ঝকঝকে সূর্যের আলো। বৃষ্টি ছাড়াও কিন্তু রংধনু সৃষ্টি সম্ভব! ফোয়ারা বা ঝরনার আশপাশে প্রায়ই রংধনুর দেখা মিলতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর