সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ইসলামে ব্যবসা হালাল মজুদদারি হারাম

মুফতি হেলাল উদ্দীন হাবিবী

ইসলামে ব্যবসা হালাল মজুদদারি হারাম

ব্যবসা একটি পবিত্র ইবাদত ও জীবিকা উপার্জনের উৎকৃষ্ট মাধ্যম; যদি তা হয় সততা, ইনসাফ, আমানতদারি তথা শরিয়ত কর্তৃক নির্ধারিত পন্থায়। নবী-রসুলগণের মধ্যে অসংখ্য নবী-রসুল জীবিকা নির্বাহের উপায় হিসেবে ব্যবসাকে বেছে নিয়েছিলেন। আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন ব্যবসায়িক পরিবারের সন্তান, ছোটবেলা থেকেই ব্যবসার প্রতি ছিল তাঁর প্রচন্ড আগ্রহ। মোটকথা তিনিও ছিলেন একজন বিচক্ষণ সৎ ও সফল ব্যবসায়ী। মহান রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন এবং যারা ব্যবসার ক্ষেত্রে প্রতারণার আশ্রয় না নিয়ে সততার সঙ্গে ব্যবসা-বাণিজ্য করে তাদের জন্য রসুলুল্লাহ (সা.) বিশেষ সুসংবাদ প্রদান করেছেন। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। (সূরা বাকারা : ২৭৫)। মহান আল্লাহ আরও ইরশাদ করেন, হে ইমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। তবে তোমাদের পরস্পরের সম্মতিতে ব্যবসা করা বৈধ। (সূরা নিসা : ২৯)। হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী কেয়ামতের দিনে নবী সিদ্দিকগণ ও শহীদগণের দলে থাকবেন। (তিরমিজি)। তবে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে লক্ষ্য রেখে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে হবে। ১. ব্যবসার ব্যস্ততা যাতে বান্দাকে মহান আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। ২. ব্যবসা হতে হবে সব ধরনের লোক ঠকানো বা প্রতারণামুক্ত। এ সম্পর্কে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ! তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। যারা এরূপ করে (গাফেল হয়)। তারাই তো ক্ষতিগ্রস্ত। (সূরা মুনাফিকুন : ৯)। দয়াময় আল্লাহ আরও বর্ণনা করেন, সেই সব লোক যাদের ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ, নামাজ কায়েম ও জাকাত প্রদান থেকে বিরত রাখে না। তারা ভয় করে সেই দিনকে, যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে। (সূরা নূও : ৩৭)। মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরও ইরশাদ করেন, দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয়। যারা মানুষের কাছ থেকে যখন মেপে নেয়, পূর্ণ মাত্রায় নেয় এবং যখন লোকদের মেপে কিংবা ওজন করে দেয়, তখন কম দেয়। তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে। (সূরা মত্বাফ্ফিফীন : ১-৩)। সম্মানিত পাঠক! কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় ব্যবসায়িক পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। যার কারণে ভোক্তা সাধারণের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এবং সমাজে দুর্ভোগ ও অস্থিরতা ছড়িয়ে পড়ে।

                লেখক : প্রিন্সিপাল,  মারকাযুল উলুম আজিজিয়া মাদ্রাসা কাজলা  যাত্রাবাড়ী, ঢাকা।

সর্বশেষ খবর