বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মিলছে না সৌদির টিকিট

সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিন

সৌদি আরবে যেতে বিমানের টিকিট না মেলায় বিক্ষোভ অব্যাহত রেখেছেন প্রবাসীরা। নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে যেতে না পারলে চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন তারা। আবার অনেকের ভিসার মেয়াদ শেষ দিকে থাকায় তারা হতাশা প্রকাশ করেছেন। এ থেকে পরিত্রাণের জন্যই রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিমানের টিকিটের দাবি জানিয়েছেন তারা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বুধবার সৌদি এয়ারলাইনসের ফ্লাইট চালু হবে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। করোনাভাইরাস সংক্রমণের কারণে ১ লাখের বেশি সৌদি প্রবাসী দেশে এসে আটকা পড়েছেন। তার ৮০ শতাংশের ভিসা বা ইকামার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হবে। অন্যদিকে করোনার কারণে আটকেপড়া বাংলাদেশিদের জন্য তিন দফা ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। দেশে আটকেপড়া বাংলাদেশিদের সৌদি আরবে যাওয়া নিশ্চিত করতে সে দেশের সরকারকে তিন মাসের জন্য ভিসার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। প্রাণঘাতী করোনার মধ্যেও দেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে রেমিট্যান্স প্রবাহ প্রায় দ্বিগুণ বেড়েছে। চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা প্রায় ২৬০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন; যা দেশের ইতিহাসে একক মাস হিসেবে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ। এর মধ্যে শুধু সৌদি প্রবাসীরা পাঠিয়েছেন ৬৩ কোটি ২৬ লাখ ডলার; যা দেশে আসা মোট রেমিট্যান্সের ২৪ দশমিক ৩৩ শতাংশ। অথচ ভিসা জটিলতার কারণে সৌদি আরব যেতে না পারলে বহু শ্রমিকের চাকরি হারাতে হবে। ইতোমধ্যে আন্তমন্ত্রণালয় বৈঠকের পর সৌদি সরকারকে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য চিঠি পাঠানো হয়েছে। প্রবাসীদের দাবি ভিসার মেয়াদ বৃদ্ধি ও রিটার্ন টিকিট ফিরে পাওয়া। টিকিটের মূল্য যেন বেশি রাখা না হয়। প্রবাসী শ্রমিকরা দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন। সুতরাং তাদের সংকট মোকাবিলায় কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর