শিরোনাম
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ছাত্রাবাসে গণধর্ষণ

পিশাচদের সর্বোচ্চ শাস্তি কাম্য

সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের পৈশাচিক ঘটনায় জড়িতদের প্রতি ঘৃণা ঘৃণা এবং সর্বোচ্চ ঘৃণা। চেহারায় মানুষের আকৃতিধারী পিশাচদের কেউ যে মানুষ ছিল না সেটি প্রমাণিত হয়েছে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায়। ১২৮ বছর আগে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল শিক্ষার আলো ছড়িয়ে অন্ধকার দূর করার প্রত্যাশায়। কিন্তু গত চার দশকে যখন যে সরকার ক্ষমতায় থেকেছে সে সরকারের সমর্থনপুষ্ট ছাত্রসংগঠনের আখড়া হিসেবে ব্যবহৃত হয়েছে কলেজের ছাত্রাবাস। করোনাকালে কলেজ বন্ধের কারণে ছাত্রাবাস বন্ধ থাকার কথা হলেও ছাত্র নামধারী কিছু দুর্বৃত্তকে কলেজ কর্তৃপক্ষ থাকার সুযোগ দিয়েছিল রহস্যজনকভাবে। ফলে তারা ছাত্রাবাসে অবস্থান করে চাঁদাবাজি মাস্তানিসহ অসামাজিক কাজ চালানোর সুযোগ পেয়েছে স্বাভাবিক সময়ের চেয়ে আরও জোরেশোরে। গত শুক্রবার বেড়াতে বের হয়েছিলেন এক গৃহবধূ স্বামীকে নিয়ে। মুরারী চাঁদ কলেজের গেটের সামনে নিজেদের গাড়িতে বসে তারা গল্প করছিলেন। এ সময় মানুষবেশী পাঁচ হায়েনা তাদের গাড়ি ঘিরে ধরে এবং জোর করে তরুণী গৃহবধূকে গাড়ি থেকে নামিয়ে ছাত্রাবাসের ৭ নম্বর ব্লকের একটি কক্ষে নিয়ে পৈশাচিক গণধর্ষণ চালায়। রাত ১০টার দিকে পুলিশ গৃহবধূ ও তার স্বামীকে উদ্ধার করে। এ ব্যাপারে শনিবার ৯ জনকে আসামি করে শাহপরান থানায় মামলা দায়ের করেছেন ধর্ষিতার স্বামী। তাদের মধ্যে ছয় ছাত্রলীগ নেতা-কর্মীর নাম রয়েছে। আসামিদের দুজন বহিরাগত, বাকিরা কলেজের ছাত্র। পুলিশ ঘটনায় জড়িত দুই পিশাচকে গ্রেফতার করছে। গণধর্ষণের মূল হোতা ক্যাডার নামধারী সাইফুরের রুম থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। মুরারী চাঁদ কলেজে ছাত্রলীগ নামধারীদের দুর্বৃত্তপনা চলছে দীর্ঘদিন ধরে। যে ছাত্রাবাসটিতে গত শুক্রবার পৈশাচিক ধর্ষণের ঘটনা ঘটেছে সে ছাত্রবাসটিতে ২০১২ সালের ৮ জুলাই অগ্নিসংযোগ করেছিল দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত কিছু ছাত্রনামধারী। ধর্ষণের ঘটনায় দেশের স্বাধিকার ও স্বাধীনতার সঙ্গে যুক্ত ঐতিহ্যবাহী একটি ছাত্র সংগঠনের কয়েকজন দুর্বিনীত কর্মীর নাম জড়িত হওয়া শুধু লজ্জাজনকই নয়, অপ্রত্যাশিতও বটে। আমাদের বিশ্বাস, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। কলেজ কর্তৃপক্ষকেও ছাত্রাবাসে অবৈধভাবে সমাজবিরোধীদের অবস্থানের সুযোগ দেওয়ার জন্য জবাবদিহিতার আওতায় আনা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর