মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

করোনায় বেকারত্ব বাড়ছে

কার্যকর পদক্ষেপ নিতে হবে

প্রতিটি মুহূর্ত করোনার আতঙ্ক যেন তাড়া করছে। একেকটি দিন পার করা করোনামুক্ত সময়ে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গোটা বিশ্বে শুধু আক্রান্ত আর মৃত্যুর হারই বাড়ছে না, মানুষের স্বাভাবিক জীবন-জীবিকা হুমকির মুখে পড়ছে। স্থবির হয়ে পড়েছে কর্মসংস্থানের পথ। বাড়ছে অর্থসংকট। ইতোমধ্যে ভাটা পড়েছে বিশ্ব অর্থনীতিতে। এ মন্দা স্বাভাবিক হতে কত দিন লাগবে, তাও বলতে পারছেন না অর্থনীতিবিদরা। দিন দিন দেশজুড়ে ক্ষুধার্ত ও কর্মহীন মানুষের সংখ্যাই শুধু বাড়ছে। করোনা-ভাইরাসের কারণে বাংলাদেশের শহরাঞ্চলের ৬৬ আর গ্রামাঞ্চলের ৪১ শতাংশ মানুষ চাকরি হারিয়েছে। সম্প্রতি বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি তৈরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের ওপর জরিপ চালানো হয়। কর্মক্ষেত্রে করোনার নেতিবাচক প্রভাব সম্পর্কে জানার চেষ্টা করা হয় ওই জরিপে। প্রতিবেদন তৈরিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেনডিচার জরিপের ফলাফলও বিশ্লেষণ করা হয়েছে। সেখানে দেখা যায়, শহরাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি মানুষ কর্মহীন হয়েছে ঢাকায়। এখানে ৭৪ শতাংশ মানুষ চাকরি হারিয়েছে। ঢাকা বিভাগের গ্রামাঞ্চলের ৪৫ শতাংশ মানুষ কর্মচ্যুত হয়েছেন গ্রামাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি কর্মহীন হয়েছে বরিশাল বিভাগে। এখানে কর্মহীন হয়ে পড়েছে ৪৭ শতাংশ মানুষ। অন্যান্য বিভাগেও প্রায় একই অবস্থা। বর্তমানে অর্থনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে শুধু জিডিপির প্রবৃদ্ধি। প্রযুক্তির উৎকর্ষে জিডিপির প্রবৃদ্ধি ঘটানো যেতেই পারে। তবে মানুষের কাজ না থাকলে তা মূল্যহীন হয়ে পড়ে। করোনা পরিস্থিতি উত্তরণে প্রথম প্রশ্নটিই অর্থনীতির পুনরুদ্ধার। প্রচুর কাজ সৃষ্টির মাধ্যমে এ পথে এগোতে হবে। বেকারত্ব দূরীকরণে সবচেয়ে বেশি দরকার সরকারের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা। কীভাবে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করা যায় সে বিষয় এখনই ভাবতে হবে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর