বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর ছয় দফা

সংকট উত্তরণের পথ দেখাবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কভিড সংকট মোকাবিলায় সুসমন্বিত রোডম্যাপ প্রণয়নে ছয় দফা প্রস্তাব পেশ করেছেন। মানবজাতির সামনে সাক্ষাৎ হুমকি হিসেবে আবির্ভূত এ সমস্যা মোকাবিলায় জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় দেওয়া প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে উন্নত দেশ, বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক ও  ইন্টারন্যাশনাল ফিন্যানশিয়াল ইনস্টিটিউটগুলোর বার্ষিক প্রণোদনা, ছাড়ের অর্থ এবং ঋণ মওকুফের পদক্ষেপ বৃদ্ধি করা। উন্নয়নশীল দেশগুলোয় আরও বেশি বেসরকারি অর্থ ও বিনিয়োগ সরিয়ে আনা। কভিড-পরবর্তী জব মার্কেটের জন্য অভিবাসী শ্রমিকদের সহায়তা করে রেমিট্যান্স প্রবাহের নিম্নমুখী প্রবণতা রোধে নীতিগত পদক্ষেপ গ্রহণ। উন্নয়নশীল দেশগুলোর জন্য উন্নত অর্থনীতির দেশগুলোকে শুল্কমুক্ত, কোটামুক্ত বাজারে প্রবেশ, প্রযুক্তি সমর্থন এবং প্রবেশযোগ্য অর্থায়নের বিষয়ে তাদের অপূর্ণ প্রতিশ্রুতি পূরণ। মহামারীর কারণে সম্ভাব্য পিছলে পড়া রোধ করতে এলডিসি থেকে উত্তরণ লাভকারী দেশগুলোর জন্য নতুন কমপক্ষে ২০৩০ সাল নাগাদ আন্তর্জাতিক সহায়তার ব্যবস্থা থাকতে হবে। জলবায়ুসংক্রান্ত কার্যক্রম ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে অর্থায়নের জন্য আরও জোর প্রচেষ্টা চালাতে হবে। করোনাভাইরাস দুনিয়াজুড়ে অর্থনৈতিক ক্ষেত্রে ধস নামিয়েছে। লাখ লাখ মানুষের মৃত্যু ঘটেছে ভয়াবহ এ মহামারীতে। অর্থনীতিতে ধস নামায় কোটি কোটি মানুষের জীবন-জীবিকার জন্য কঠিন সংকট সৃষ্টি করেছে। বাংলাদেশেও এর অশুভ প্রতিক্রিয়া কয়েক বছর ধরে অনুভূত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার জিডিপির ৪ দশমিক ৩ শতাংশ সমতুল্য ১৩ দশমিক ২৫ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করেছে। ৩ কোটির বেশি মানুষকে অর্থনৈতিক সহায়তা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তার পরও পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে। করোনাভাইরাস মানবজাতির জন্য এমন এক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে যাতে কোনো জাতির হাত গুটিয়ে বসে থাকার সুযোগ নেই। কভিড-১৯-এর ভ্যাকসিন সব জাতির জন্য সমবণ্টনের যেমন উদ্যোগ নিতে হবে তেমন অর্থনীতির ঝুঁকি মোকাবিলায়ও সমন্বিত প্রয়াস সময়ের দাবি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর