শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

জলবায়ু পরিবর্তন সমস্যা

প্রধানমন্ত্রীর চার দফা ন্যায্যতার দাবিদার

জলবায়ু পরিবর্তন বাংলাদেশসহ বেশ কিছু দেশের জন্য ইতিমধ্যে বিপর্যয় ডেকে এনেছে। এ বছর বন্যা, ঘূর্ণিঝড় এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলের যে সাক্ষাৎ বিপদ বাংলাদেশের মানুষকে ভুগিয়েছে তা ছিল জলবায়ু পরিবর্তনেরই কুফল। বন্যায় জলোচ্ছ্বাসে কিংবা ঘূর্ণিঝড়ে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্তের সংখ্যা ৩ থেকে ৪ কোটি হলেও পরোক্ষভাবে ক্ষতির তালিকা থেকে দেশের একজন মানুষও সম্ভবত বাদ পড়েনি। বিশেষ করে বন্যা ও অতিবর্ষণে সবজিসহ অন্যান্য ফসলের যে ক্ষয়ক্ষতি ঘটেছে তা অভূতপূর্ব। এর প্রভাবে বাজারে সবজির দাম গড়ে ৩ থেকে ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। দেশের প্রায় প্রতিটি মানুষের খাদ্য তালিকায় সবজি দৈনন্দিন উপকরণ হওয়ায় স্বভাবতই খাদ্য খাতে ব্যয় ব্যাপক হারে বেড়েছে। জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়ায় চলতি বছর বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের পথ রুদ্ধ হয়েছে। কথায় বলে, গরজ আপন বালাই। সে কারণেই জলবায়ু পরিবর্তন সমস্যার বিরুদ্ধে দুনিয়ার যে কোনো দেশের চেয়ে বাংলাদেশ সোচ্চার। প্রধানমন্ত্রী জলবায়ু সম্পর্কিত এক ভার্চুয়াল সম্মেলনে ক্লাইমেট ভালনারেবল ফোরামের বর্তমান সভাপতি হিসেবে উন্নয়নশীল দেশগুলোকে বাঁচাতে উন্নত দেশগুলোর কাছে বছরে ১০০ বিলিয়ন ডলার নিশ্চিত করার আহ্বান জানিয়ে চার দফা প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবে প্যারিস চুক্তির যথাযথ বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। জলবায়ু সম্পর্কিত ন্যায়বিচারের ধারণাটি সমুন্নত রাখার তাগিদ দেওয়া হয়েছে তাঁর প্রস্তাবে। প্রধানমন্ত্রী এ উদ্দেশে প্রযুক্তিতে প্রবেশাধিকারের পাশাপাশি বড় অর্থনীতির দেশগুলোকে অর্থের আরও জোরদার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত দেশগুলোর লোকসান ও ক্ষয়ক্ষতির বিষয়টিকে চিহ্নিত করতে এবং মূলধারায় আনার তাগিদ দিয়েছেন তিনি। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো জলবায়ু ক্ষতিগ্রস্ত ফোরামের নেতৃত্বের জন্য নির্বাচিত হয়েছে। সিভিএফ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর ১ বিলিয়নের বেশি লোকের প্রতিনিধিত্ব করে। সে প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর প্রস্তাব খুবই প্রাসঙ্গিক। যেসব দেশ জলবায়ু পরিবর্তনের শিকার, তারা এ সমস্যার জন্য দায়ী নয়। শিল্পোন্নত দেশগুলোর কলকারখানার বায়ুদূষণ ও উষ্ণতা সৃষ্টিই এ বিপদের জন্য দায়ী। ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করা তাদের নৈতিক কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর