শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বিশ্ব ডাক দিবস

আজ ৯ অক্টোবর। প্রতি বছর এদিন বিশ্ব ডাক দিবস পালিত হয়। ইউরোপের ২২টি দেশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বার্ন শহরে গঠিত হয় ‘জেনারেল পোস্টাল ইউনিয়ন’। এর লক্ষ্য ছিল বিশ্বের প্রতিটি দেশের মধ্যে ডাক আদান-প্রদান অধিকতর সহজ ও সমৃদ্ধিশালী করার মধ্য দিয়ে বিশ্বজনীন পারস্পরিক যোগাযোগকে সুসংহত করা। আত্মীয়-স্বজন, প্রিয়জনের চিঠির জন্য এখন আর ডাকপিয়নের অপেক্ষায় থাকতে হয় না। আধুনিক প্রযুক্তির অগ্রসরতায় গুরুত্ব হারাতে বসেছে পোস্ট অফিস। একসময় প্রতিদিন শত শত চিঠি আসত ডাকঘরে। ডাকঘরে এখন আত্মীয়-স্বজনের চিঠি না এলেও আসে সরকারি নথিপত্র, নোটিস ও চিঠিপত্র।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর