শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
স্থাপনা

টেমস নদীর ওপর লন্ডন ব্রিজ

পৃথিবীর ইতিহাসে অনেক নান্দনিক, ব্যতিক্রমী ও বিচিত্র ব্রিজ থাকলেও যুক্তরাজ্যের লন্ডনের টাওয়ার ব্রিজের মতো খ্যাতি আর কোনো ব্রিজের নেই। লন্ডনের দর্শনীয় স্থানগুলোর মধ্যে এ টাওয়ার ব্রিজ অন্যতম। হাজার হাজার দর্শনার্থী দূরদূরান্ত থেকে দেখতে আসেন এ টাওয়ার ব্রিজ। এ ব্রিজটির অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি মাঝবরাবর আলাদা হয়ে ওপরের দিকে উঠে যেতে পারে যাতে করে বড় আকারের কোনো জাহাজ এর নিচ দিয়ে চলে যেতে পারে।  টেমস নদীর ওপর অবস্থিত এ ব্রিজটির দৈর্ঘ্য ২৬৯ মিটার, প্রস্থ ৩২ মিটার। এ ব্রিজটি ১৯৭৩ সালের ১৭ মার্চ সর্বসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়।

সর্বশেষ খবর