শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয়ে ভর্তি

শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়

এ বছরের এইচএসসি ও সমমান পর্যায়ে পরীক্ষা ছাড়াই মূল্যায়নের সিদ্ধান্তের পর কীভাবে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করবে নাকি সমন্বিত ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করবে তা নিয়েও সংশয় কাটছে না। যদিও শিক্ষামন্ত্রী বুধবার প্রেস ব্রিফিংয়ে বলেছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে গুচ্ছ বা সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে শিক্ষাবিদরা বলছেন, মূল্যায়নের মাধ্যমে এইচএসসি ও সমমানের ফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। করোনাভাইরাস সংক্রমণের কারণে জেএসসি ও এসএসসির ফলের গড় করে এবারের এইচএসসির ফল তৈরি করা হবে, তাই এসব পরীক্ষার নম্বরকে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমলে নেওয়া উচিত হবে না। বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তি পরীক্ষার জন্য একটি কমিটি রয়েছে ইউজিসির। তাদের নির্দেশনা এখনো পাওয়া যায়নি। তবে জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষা নেওয়ার এখতিয়ার মন্ত্রণালয়ের। আর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া বিশ্ববিদ্যালয়ের এখতিয়ার। মূল্যায়নের মাধ্যমে ডিসেম্বরে এইচএসসির ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়গুলো পর্যালোচনা করে ন্যূনতম আবেদনের শর্ত, জিপিএ ইত্যাদি নির্ধারণ করবে। বিশ্ববিদ্যালয়গুলোর সীমিত আসনসংখ্যার সঙ্গে সংগতি রেখে আবেদনকারীর সংখ্যা সীমিত না হলে একটি নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা আয়োজন বা অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়াসহ নানারকম সিদ্ধান্ত গ্রহনের সুযোগ বিশ্ববিদ্যালয়গুলোর হাতে রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কাউন্সিল ভর্তি প্রক্রিয়ার বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ভর্তির ক্ষেত্রে উচিত হবে পুরো নম্বরের জন্যই ভর্তি পরীক্ষা নেওয়া। এতে ভর্তিচ্ছুদের মেধা সঠিকভাবে যাচাই করা হবে, মেধাবীরাও কম ক্ষতিগ্রস্ত হবে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি নেওয়া হলে শিক্ষার্থীদের হয়রানি কমবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিত মানদন্ড অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের কাজকর্ম পুরোদমে শুরুর জন্য স্বাভাবিক পরিস্থিতি, অর্থাৎ ৫ শতাংশের নিচে করোনা শনাক্তের হার আমাদের দেশে এখনো হয়নি। কাজেই সরকার যেভাবে সিদ্ধান্ত দিয়েছে, সেটাও একটি বিকল্প।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর