সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আকাশছোঁয়া অডিট আপত্তি

আর্থিক প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনুন

অর্থই অনর্থের মূল। এটি একটি প্রবচন। অর্থের লোভ যে কিছু লোভী মানুষকে দুর্নীতি ও অনিয়মের দিকে পা বাড়াতে উদ্বুদ্ধ করে তা সমাজবদ্ধ প্রায় সব মানুষেরই জানা। তবে এর বিস্তৃতি যে ক্রমেই আকাশ ছুঁতে চলেছে বিভিন্ন রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ লাখ ৮৫ হাজার কোটি টাকার অডিট আপত্তি সে সত্যই তুলে ধরেছে। করোনাকালে বাংলাদেশে ২০২০-২১ সালের জন্য যে বাজেট প্রণয়ন করা হয়েছে তাতে আয় ও ব্যয়ে ঘাটতির পরিমাণ ১ লাখ ৮৫ হাজার ৯৮৪ কোটি টাকা। অর্থ দেশের জিডিপির প্রায় ৫ দশমিক ৮ শতাংশ। অডিট আপত্তির অর্থ বাজেট ঘাটতির প্রায় সমান। সোজা কথায় অডিট আপত্তির অর্থ দিয়ে বাজেট ঘাটতির সম্পূর্ণ অর্থ পূরণ করা সম্ভব। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অডিট আপত্তির মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন বোনাস ও ইনক্রিমেন্ট নিয়ে আপত্তি উঠেছে। তবে এ আপত্তির আর্থিক পরিমাণ খুব একটা বেশি নয়। ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের অনিয়মের ক্ষেত্রে টাকার অঙ্ক স্ফীত হয়েছে মূলত নানা ধরনের অনিয়মের মাধ্যমে ঋণ প্রদান ও সে ঋণ আদায়ে ব্যর্থতার কারণে। ব্যাংকিং খাতের অনিয়মগুলো নানা কৌশলে সংঘটিত হয়। বিশেষ করে ব্যাংক থেকে ঋণ নেওয়ার পর খেলাপি হওয়া, শর্ত ভঙ্গ করে ঋণ গ্রহণ ও জাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ব্যাংক টু ব্যাংক এলসি সুবিধা নেওয়ার মাধ্যমে অনিয়মের আশ্রয় নেওয়া হয়। ঋণ মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় থেকে ঋণ আদায়ে উদ্যোগী না হওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ে রাষ্ট্রীয় ব্যাংকগুলো। ঋণের অর্থ আদায়ে তদারকির অভাবে ক্ষতি, লোন অ্যাগেইনস্ট ট্রাস্ট রিসিস্ট বা এলটিআর মঞ্জুরের পর পাওনা অর্থ আদায় না হওয়া, এলসির মাধ্যমে সৃষ্ট ঋণ অনাদায়ী অবস্থায় পুনরায় ঋণ ইস্যুর মতো অনিয়মের কারণে শত শত কোটি টাকার অডিট আপত্তি ওঠে। দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো বিশেষত ব্যাংক বীমার শৃঙ্খলা যে ভেঙে পড়েছে আকাশছোঁয়া অডিট আপত্তি তারই প্রমাণ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জনগণের অর্থ জমা হয়। এ অর্থই ঋণ দেওয়া হয় বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে। কিন্তু ঋণদান প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের অসততাই ঋণ খেলাপির সংখ্যা বাড়াচ্ছে।  সংশ্লিষ্টদের দায়বদ্ধতায় আনা না গেলে এ বিপর্যয় চলতেই থাকবে,  যা কাম্য হওয়া উচিত নয়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর