সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
বিচিত্রতা

গ্যালিলিও গ্যালিলি

গ্যালিলিও গ্যালিলি

গ্যালিলিও গ্যালিলির (১৫৬৪-১৬৪২) জন্ম ইতালির পিসায়। দূরবীক্ষণ যন্ত্রের মানোন্নয়ন ও জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতিসহ বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আধুনিক জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় তাকে। এক ওলন্দাজ চশমা নির্মাতার দূরবীক্ষণ যন্ত্র নির্মাণের কথা শুনে ১৬০৯ সালে গ্যালিলি উন্নতমানের দূরবীক্ষণ যন্ত্র নির্মাণ করেন। পরে তা  জ্যোতির্বিদ্যায় প্রয়োগ করা হয়। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বৃহস্পতির চারটি উপগ্রহ আবিষ্কার করেন তিনি। গ্রহ ও উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। প্রাচীন এই মতবাদকে গ্যালিলিও ভুল প্রমাণ করেন। তার মতে পৃথিবী নয়, সূর্যকে কেন্দ্র করেই সবকিছু ঘুরছে। এ মতবাদ প্রচারের জন্য তাকে শাস্তিও পেতে হয়। চাঁদের গায়ে কালো দাগ দেখে তিনি ধারণা করেন, সেখানেও পৃথিবীর মতো পাহাড়, পর্বত, উপত্যকা, নদী, গহ্বর ও জলাশয় আছে। সৌরকলঙ্ক প্রথম গ্যালিলিই আবিষ্কার করেন, তবে তা প্রকাশ করেননি। এ কারণে  সৌরকলঙ্ক আবিষ্কারে টমাস হ্যারিয়ট, জন ফ্যাব্রিসিয়াস, শাইনারেরও নাম আছে। আর লেখা বিখ্যাত বইয়ের মধ্যে আছে-সিডেরিয়াস নানসিয়াস (দ্য স্টারি মেসেঞ্জার), লেটারস অন সানস্পটস, লেটার টু গ্র্যান্ড ডাচেস ক্রিস্টিনা, দ্য অ্যাসায়ার, ডায়ালগ কনসারনিং দ্য টু চিফ ওয়ার্ল্ড সিস্টেমস, টু নিউ সায়েন্সেস, ডায়াগ্রামা। ১৬২৪ সালে প্রথম অণুবীক্ষণ যন্ত্র তৈরি করেন তিনি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর