সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বাড়ছে সরকারের ব্যাংক ঋণ

কর আদায় বৃদ্ধির উদ্যোগ নিন

অর্থবছরের প্রথম তিন মাসে ব্যাংক ঋণ নেওয়ার ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে সরকার। চলতি বছরের বাজেটে ৮৫ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও মাত্র তিন মাসেই দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৫৭ হাজার ৭০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে দেশের বিভিন্ন ব্যাংক থেকে। ব্যাংক ঋণ গ্রহণের এ নেতিবাচক ধারা অব্যাহত থাকলে চলতি বছর লক্ষ্যমাত্রার দ্বিগুণের বেশি ঋণ সরকারের ঘাড়ে চাপতে পারে এমন আশঙ্কাই জোরদার হয়ে উঠছে। সাধারণত মনে করা হয়, সরকারের ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা বৃদ্ধি পেলে বেসরকারি খাতের উদ্যোক্তাদের জন্য ব্যাংক ঋণ পাওয়া কঠিন হয়ে পড়ে। তবে অর্থনীতিবিদদের বিশ্লেষণ, কভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে ব্যাংক ঋণ নিয়ে সরকারের উন্নয়ন কর্মকা- বাস্তবায়নের ফলে অর্থনীতিতে গতি সৃষ্টি হবে। কভিড-১৯ এর কারণে বেসরকারি খাতে বিনিয়োগ কম হওয়ায় ব্যাংকগুলোয় তারল্য উপচে পড়ছে। এ অবস্থায় সরকার এ তারল্য সঠিকভাবে ব্যবহার করলে অলস টাকার পরিমাণ কমবে। সঞ্চয়পত্র থেকে ঋণ গ্রহণে সুদ বাবদ সরকারের দায় বৃদ্ধি পায়। সে হিসেবে ব্যাংক থেকে বেশি ঋণ নেওয়ার বিষয়টি আর্থিক নীতির সঙ্গে সংগতিপূর্ণ। বাংলাদেশে কভিড-১৯ এর ফার্স্ট ওয়েভ শেষ হয়েছে। এখন সেকেন্ড ওয়েভটা মোকাবিলা করতে পারলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। সে কারণে ব্যাংক ঋণ নিয়ে যদি সরকারি বিনিয়োগের গতি বাড়ানো যায়, তা বেসরকারি বিনিয়োগকেও উজ্জীবিত করবে। সরকারের ঋণ ব্যবস্থাপনা পর্যালোচনা করলে দেখা যায়, সাধারণত অর্থবছরের শেষ প্রান্তিকে উন্নয়ন কর্মকা-ের ব্যয় মেটাতে গিয়ে ঋণ গ্রহণ বেড়ে যায়। কিন্তু এবার প্রথমদিকেই রেকর্ড পরিমাণ ঋণ নিতে হয়েছে গত বছরের বড় ধরনের বাজেট ঘাটতির প্রতিক্রিয়ায়। দেশের কর জিডিপির অনুপাত অন্যান্য দেশের তুলনায় অনেক কম হওয়ায় সরকার পরিচালনা এবং উন্নয়ন কর্মকা- সচল রাখতে সরকারকে হিমশিম খেতে হচ্ছে।  এ অবস্থার উত্তরণে কর আদায়ে সহজ ও যুক্তিগ্রাহ্য পথ অনুসন্ধানে ব্রতী হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর