বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

টেমস নদীর গল্প

টেমস নদীর গল্প

টেমস নদী ইংল্যান্ডের দক্ষিণাঞ্চল দিয়ে প্রবাহিত। লন্ডন শহর এ নদীর তীরে অবস্থিত। লন্ডনের পাশ দিয়ে প্রবাহিত হওয়ার কারণেই এ নদী বিখ্যাত। নদীর নামের উৎপত্তি ঘটেছে টেমস উপত্যকা থেকে। এ উপত্যকাটি অক্সফোর্ড, পশ্চিম লন্ডন ও টেমস গেটওয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এ উপত্যকাকে কেন্দ্র করেই টেমস প্রবাহিত হয়েছে। এটি ইংল্যান্ডের সর্ব দীর্ঘতম ও দ্বিতীয় বৃহত্তম দীর্ঘ নদী। বর্তমানে এ নদীগুলোর চারপাশের সড়ক হয়ে ঘোরাফেরা করলে আপনি জ্যামাইকা রোড, ইস্ট ইন্ডিজ ডকস ইত্যাদি নামে কিছু সড়ক দেখতে পাবেন; যেগুলো সে দেশের নামানুসারে হয়েছে যেখান থেকে জাহাজগুলো এসেছে। ১৯ হাজার অসাধারণ বোট টেমস নদীতে চলাচলের অনুমতিপ্রাপ্ত। টেমস নদীকে ‘স্ট্রিং অব পার্ল’ হিসেবে গণ্য করা হয়। কারণ এ নদীর তীরে বহু রাজকীয় ভবন ও মহীয়ান গির্জা রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর