বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মিসরের বিখ্যাত জাদুঘর

মিসরের বিখ্যাত জাদুঘর

মিসরের সম্রাট তুতেনখামেনের সমাধিসহ বিখ্যাতদের সব সমাধি রয়েছে ইজিপশিয়ান জাদুঘরে। ইজিপশিয়ান জাদুঘরের নাম শুনেই বোঝা যাচ্ছে এটি মিসরে অবস্থিত। মিসরীয় সভ্যতা অনেক পুরনো আর অনেক বেশি সমৃদ্ধ। ফলে এ জাদুঘরটিও অনেক বেশি বিখ্যাত পৃথিবীজুড়ে। এর যাত্রা হয়েছিল ১৮৫৩ সালে। এখানে আরও রয়েছে বিখ্যাত সব ভাস্কর্য। যার মধ্যে স্ফিংস দৈত্যের ভাস্কর্য সবচেয়ে বেশি নজর কাড়ে দর্শনার্থীদের। আকর্ষণীয় বস্তুগুলোর মধ্যে রয়েছে মিসরীয় সভ্যতার হাজার বছরের ইতিহাসের সাক্ষী সব প্রতœতাত্ত্বিক নিদর্শন। ব্রিটিশ মিউজিয়ামের অনেক কিছুই মিসরীয় সভ্যতা থেকে সংগ্রহ করা। তার পরও এ জাদুঘরে যা অবশিষ্ট আছে তার সংখ্যাটা বিশাল। শুনলে অবাক হবেন যে, প্রায় ১ লাখ ২০ হাজারের বেশি ঐতিহাসিক সভ্যতার প্রতœসামগ্রী রয়েছে এ জাদুঘরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর