বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয়ে ভর্তি

উচ্চশিক্ষার গুণগত মান বজায় রাখা জরুরি

করোনার কারণে পরীক্ষা ছাড়াই এইচএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হলেও বিশ্ববিদ্যালয়গুলোয় ‘গুচ্ছ ভিত্তিতে’ ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। অন্যদিকে এবার সাড়ে ১৩ লাখের বেশি পরীক্ষার্থীর সবাই পাস করায় এত বিরাটসংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষায় ভর্তি হতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, উচ্চশিক্ষায় ভর্তির জন্য এত আসন নেই। প্রাথমিকভাবে কিছু সুপারিশ এলেও ভর্তি পরীক্ষা কী পদ্ধতিতে হবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্য এইচএসসির ফল প্রকাশ পর্যন্ত সময় নেওয়া হবে। তবে অনলাইন ভর্তি পরীক্ষায় না যাওয়া, পরীক্ষার পূর্ণমান ১০০-তে কমিয়ে আনা ও বিভাগভিত্তিক পরীক্ষা নেওয়ার ব্যাপারে ইতিমধ্যে সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির ‘এক্সক্লুসিভ’ বৈঠকে ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা হয়। জানা যায়, ডিসেম্বরে এইচএসসির ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বষের্র ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। তবে অনলাইনমাধ্যমে ভর্তি পরীক্ষা হবে না। ডিনস কমিটির বৈঠকে অধিকাংশই এর পক্ষে মত দেননি। দেশের আটটি বিভাগে ভর্তি পরীক্ষা হবে। এসব পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই পরিচালনা করবেন। ইউজিসির হিসাব অনুযায়ী, ৪৬টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সরাসরি শিক্ষার্থী ভর্তি করা ৩৯টি বিশ্ববিদ্যালয়ে আসন আছে ৬০ হাজারের মতো। বাকি আসন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেলসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে। বর্তমানে অনুমোদন পাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ১০৭টি। এ ছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ আছে। অতীতে দেখা গেছে, উচ্চশিক্ষায় কখনো সব আসন পূরণ হয় না। এবার ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হলেও শেষ পর্যন্ত আসন নিয়ে বড় সংকট হবে না। স্বাস্থ্যবিধি বজায় রেখে বিভাগভিত্তিক পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেওয়া যেতে পারে। উচ্চশিক্ষার গুণগত মান বজায় রাখতে কর্তৃপক্ষের আন্তরিক থাকতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর