শিরোনাম
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বার্মিজ অজগর

বার্মিজ অজগর

বার্মিজ অজগর : এ উপপ্রজাতিটি Pithon molurus bivittatus, Kuhl, 1820. এর সাধারণ নাম বার্মিজ অজগর। পূর্ব ভারত, নেপাল, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া অঞ্চলে এটি পাওয়া যায়।

Pithon molurus প্রজাতির মধ্যে এই উপপ্রজাতিটির দৈর্ঘ্য সবচেয়ে বেশি। প্রায় ১৯ ফুট (৫.৮ মিটার)।

এ উপপ্রজাতিটি Pithon molurus molurus, Linnaeus, 1758. এর অন্যান্য নাম কালো-লেজা অজগর, ভারতীয় পাথুরে অজগর। এ অজগর পাওয়া যায় পাকিস্তান, নেপাল, ভারত, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কার বনাঞ্চলে। এ অজগরের দৈর্ঘ্য ৭.৯-৯.৮ ফুট (২.৪-৩ মিটার)। এরা পাহাড়ি বন, আর্দ্র্য বনভূমি, তৃণভূমি, জলপূর্ণ এলাকায় বসবাস করে। এরা বেশ সাঁতারু। তবে এরা সাধারণত ডাঙার কাছাকাছি থাকে। এরা ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী (ইঁদুর, খরগোশ, ছাগল, ভেড়া, শিয়াল, হরিণ ইত্যাদি) খায়। সুযোগ পেলে গাছের পাখি ধরে খায়। এরা একবারে প্রায় ১০০ ডিম দেয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর