মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

উদ্যোক্তা হওয়ার পরামর্শ

সমৃদ্ধ জাতি গঠনের পথ দেখাবে

প্রধানমন্ত্রী চাকরির পেছনে না ঘুরে যুবকদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন। বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ওই কথা বলেন। প্রধানমন্ত্রী এমন একসময় যুবকদের চাকরির বদলে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিলেন যখন করোনাভাইরাসের প্রতিক্রিয়ায় বিশ্বজুড়ে কর্মসংস্থানের বাজার সংকুচিত হয়ে পড়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ চাকরির বাজার সংকুচিত হয়ে পড়েছে আশঙ্কাজনকভাবে। এ প্রেক্ষাপটে যুবসমাজ চাকরির বদলে উদ্যোক্তা হওয়ার জন্য নিজেদের গড়ে তুললে শুধু নিজের জীবিকা নয়, আরও অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী যুবকদের উদ্দেশ করে বলেছেন, একটা ডিগ্রি নিয়ে চাকরির পেছনে না ঘুরে নিজে কীভাবে উদ্যোক্তা হওয়া যায়, নিজে কাজ করব অন্য দশজনকে কাজ দেব এ মনোভাব পোষণ করতে হবে। যুব দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা খুবই সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। বাংলা ভাষার একটি প্রবাদ- বাণিজ্যে বসতে লক্ষ্মী। ব্যবসা-বাণিজ্যের উদ্যোক্তা হওয়ার মাধ্যমে সমৃদ্ধির পথে পা দেওয়া সম্ভব হয়। বহির্বিশ্বের দিকে তাকালে দেখা যাবে সে জাতিই সবচেয়ে সমৃদ্ধ যে জাতি ব্যবসা-বাণিজ্যে ভালো। ইউরোপীয়রা জগজ্জুড়ে নেতৃত্ব দিচ্ছে তাদের ব্যবসাবান্ধব মনোভাবের জন্য। বাঙালির মধ্যে উদ্যোক্তা হওয়ার বদলে চাকরির দিকে ঝোঁক শত শত বছর ধরে চলে আসছে। মেধা-মননে উপমহাদেশে বাঙালি সবচেয়ে প্রতিভাবান হিসেবে স্বীকৃতি পেলেও নেতিবাচক মনোভাব তাদের আর্থিক দিক থেকে পিছিয়ে রেখেছে। স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের উচিত হবে অতীতের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসা। বিশেষ করে করোনাকালে চাকরির ক্ষেত্রে যে সংকট সৃষ্টি হয়েছে, তাতে সে পথের বদলে নিজের ভাগ্য নিজে গড়ার দিকে জোরেশোরে উদ্যোগী হতে হবে। যুগটা যেহেতু তথ্যপ্রযুক্তির সেহেতু এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একে পাথেয় হিসেবে নিতে হবে। প্রধানমন্ত্রীর পরামর্শ সমৃদ্ধ জাতি গঠনের পথ দেখাবে- এমনটিই প্রত্যাশিত।

সর্বশেষ খবর