শনিবার, ৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

অক্সফোর্ডের টিকা

স্বাস্থ্যবিধি মানতে হবে

দেশে বৃহস্পতিবার ১ হাজার ৮৪২ জন কভিড-১৯ (করোনাভাইরাস) রোগী শনাক্ত হয়েছেন। গত ৫৬ দিনের মধ্যে এক দিনে সর্বোচ্চসংখ্যক রোগী শনাক্তের রেকর্ড এটি। ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর এ পর্যন্ত মোট ৬ হাজার ২১ জনের মৃত্যু হয়েছে। শীতে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। করোনা প্রতিরোধে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনাভাইরাসের ৩ কোটি ডোজ টিকা কিনবে বাংলাদেশ। প্রত্যেক ব্যক্তির দুই ডোজ করে টিকা নিতে হবে। অর্থাৎ এ ৩ কোটি ডোজ টিকা বাংলাদেশের দেড় কোটি মানুষকে দেওয়া যাবে। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়, ভারতের সিরাম ইনস্টিটিউট ও বাংলাদেশের বেক্সিমকো ফার্মার মধ্যে এ-সংক্রান্ত ত্রিপক্ষীয় একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সফোর্ডের টিকার অনুমোদন দিলে বাংলাদেশে এ টিকা আসবে। বাংলাদেশে প্রতি ডোজ টিকার দাম পড়বে ৫ ডলার (৪২৫ টাকা)।

৩ কোটি ডোজ টিকা আনলে দেড় কোটি মানুষকে দেওয়া যাবে। পর্যায়ক্রমে দেশের সবাইকে টিকার আওতায় আনার ব্যবস্থা করা হবে। ফেব্রুয়ারিতে এ টিকা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। অক্সফোর্ডের সঙ্গে এ টিকা বানানোয় কাজ করছে ওষুধ কোম্পানি অ্যাসট্রোজেনেকা। এ প্রতিষ্ঠানের সূত্রে বলা হয়েছে, অক্সফোর্ড-অ্যাসট্রোজেনেকার করোনার টিকা এজেড ১২২১-এর ট্রায়াল চলছে। যুক্তরাজ্যের ‘মেডিসিন্স হেলথ রেগুলেটরি অথরিটি’ (এমএইচআরএ) এটিকে নিরাপদ বলে অনুমোদন দিয়েছে। টিকার নিরাপত্তা দেখার জন্য একটি স্বাধীন কমিটি গঠন করা হয়। এ কমিটি তাদের তদন্তের কাজ শেষ করেছে। এখন সারা বিশ্বে করোনার যে ৯টি টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে এর মধ্যে অ্যাসট্রোজেনেকা ও অক্সফোর্ডের এ টিকা অন্যতম। তবে টিকা আসার আগ পর্যন্ত নতুন এ ভাইরাসের

সংক্রমণ প্রতিরোধের উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর